৮০ বছর পর বাজল জোড়া ঘণ্টাধ্বনি
নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তিতে আয়োজিত স্মরণানুষ্ঠানে পিস স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন লোকজন। ৮০ বছর আগে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর প্রথমবারের মতো একসঙ্গে বেজে উঠল জোড়া ঘণ্টাধ্বনি। গত শনিবার নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তিতে সেই ভয়াল মুহূর্তকে স্মরণ করতেই এই ঘণ্টাধ্বনি বাজানো হয়।১৯৪৫ সালের ৯ আগস্ট বেলা ১১টা ২ মিনিটে হিরোশিমায় পারমাণবিক হামলার তিন দিন পর যুক্তরাষ্ট্র নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।শনিবার সকালে প্রবল বৃষ্টি শুরু হয়। ভয়াল মুহূর্তকে স্মরণে আয়োজিত অনুষ্ঠানের ঠিক আগে বৃষ্টি থেমে যায়। এ সময় এক মিনিট নীরবতা পালনের পর নাগাসাকির মেয়র শিরো সুজুকি বিশ্বকে ‘অবিলম্বে সশস্ত্র সংঘাত বন্ধের’ আহ্বান জানান।নাগাসাকির মেয়র শিরো সুজুকি বলেন, ‘৮০ বছর পেরিয়ে গেছে, আর কে ভেবেছিল যে পৃথিবীটা আজকের মতো হবে? মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে, এমন সংকট যেমন পারমাণবিক যুদ্ধ আজ আমাদের প্রত্যেকের জন্য হুমকি হিসেবে ঘনিয়ে আসছে।’পারমাণবিক বোমা হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই বন্দর নগরীতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হয়েছিলেন। আর হিরোশিমায় নিহত হয়েছিলেন ১ লাখ ৪০ হাজার মানুষ। এর কয়েক দিন পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এএফপি
ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক
ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতজুড়ে মার্কিন পণ্য বয়কটের মুখে পড়ছে। এর মধ্যে রয়েছে- ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন, অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানির পণ্য। দেশটির ব্যবসায়ী নেতারা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকেরা যুক্তরাষ্ট্রবিরোধী এই মনোভাব উসকে দিচ্ছেন।বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মার্কিন ব্র্যান্ডগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। ক্রমবর্ধমান সচ্ছল ক্রেতাদের লক্ষ্য করে এরা দ্রুত ব্যবসা বাড়িয়েছে। যেমন- মেটার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর দিক থেকে ভারতের অবস্থান শীর্ষে, ডমিনোজের রেস্তোরাঁ ভারতে অন্য যেকোনও ব্র্যান্ডের চেয়ে বেশি। পেপসি ও কোকা-কোলার মতো পানীয় দোকানের তাকজুড়ে থাকে। আবার, নতুন অ্যাপল স্টোর বা ডিসকাউন্ট দেওয়া স্টারবাকস ক্যাফে খুললেই লাইন ধরে মানুষ।যদিও বয়কটের ডাকে বিক্রি কমে যাওয়ার কোনও তাৎক্ষণিক লক্ষণ নেই, তবু ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ও বাইরে দেশীয় পণ্য কেনা এবং মার্কিন ব্র্যান্ড বর্জনের ডাক জোরদার হচ্ছে। এতে রফতানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দিল্লী-ওয়াশিংটনের সম্পর্ক আরও চাপে পড়েছে। রয়টার্স।
মঙ্গলগ্রহের শিলা কত ডলারে বিক্রি হলো
দুই বছর আগে পশ্চিম আফ্রিকার নাইজার দেশ থেকে উদ্ধার হওয়া একটি বিরল মঙ্গল গ্রহের শিলাবৃত্তির নিদর্শন গত মাস নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে। মঙ্গলগ্রহের কোটি কোটি বছর পুরনো এই শিলাপিন্ডটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় টুকরাগুলোর একটি। সথোবিস নিলামে এটি ৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়। তবে ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রাখা হয়েছে।মঙ্গলগ্রহ থেকে পাওয়া বিরল শিলার প্রথম প্রদর্শনী ঘিরে বিস্ময় সৃষ্টি হয়েছিল। কারণ, পৃথিবীতে পাওয়া ৫০ হাজার উল্কাপিন্ডের মধ্যে ৪০০ টির কম মঙ্গল গ্রহ থেকে আসা।নিলামের সময় এই শিলার ওজন ছিল ২৪ দশমিক ৭ কেজি। সথবিস নিলামঘরে তোলা ছবিতে আলোর মধ্যে জ্বলজল করা লাল আর রূপালি রঙের এই শিলাখণ্ড সবাইকে মুগ্ধ করেছে।কিন্তু এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কীভাবে শিলাখণ্ডটি নিলামে উঠল? নাইজার সরকার এক বিবৃতিতে এর রপ্তানির বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এটি অবৈধভাবে পাচার হয়ে থাকতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে।নিলাম প্রতিষ্ঠান সথবিস এর বিরোধিতা করে বলেছে, সব প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হয়েছে। তবে নাইজার এখন শিলাখণ্ডটির আবিষ্কার ও বিক্রির বিষয়টি তদন্ত করে দেখছে। ইন্টারনেট।
আমেরিকায় দাসত্বের পুনরাবৃত্তি
একজন মার্কিন বিশ্লেষক আমেরিকার পরিসংখ্যান থেকে অনথিভুক্ত অভিবাসীদের বাদ দেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।বিতর্কিত আমেরিকার প্রেসিডেন্ট “ডোনাল্ড ট্রাম্প” এবার এই দেশের অনথিভুক্ত অভিবাসীদের নতুন আদমশুমারি থেকে বাদ দেওয়ার সময় এসেছে। রাজনৈতিক ও আইন বিশেষজ্ঞরা যার তীব্র প্রতিবাদ এবং সমালোচনা করছেন। পার্সটুডে অনুসারে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক “ক্রিস্টোফার রোডস” আল জাজিরার ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করেছেন, যেখানে সতর্ক করে বলেছেন যে আদমশুমারি থেকে অনথিভুক্ত অভিবাসীদের বাদ দেওয়া মার্কিন সমাজে বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে।
“ডক আনথিভুক্ত অভিবাসীরা কাউন্ট অ্যাজ হিউম্যান?” শীর্ষক এই আমেরিকান অধ্যাপকের বিশ্লেষণাত্মক নিবন্ধে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লক্ষ অবৈধ অভিবাসী শীঘ্রই পরিসংখ্যান থেকে অদৃশ্য হয়ে যেতে পারে। “রোডস” এর মতে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডার মতো রাজ্যগুলোতে কংগ্রেসের আসন এবং নির্বাচনী ভোটের সংখ্যা হ্রাস করতে পারে। ইন্টারনেট।