কাশ্মীর সীমান্তে গোলাগুলীর খবর গুজব
ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল বা এলওসি) গোলাগুলির তথ্যকে নাকচ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের তরফ থেকে গুলি চালানোর গুজব ছড়িয়ে যাওয়ার পর সেদিন রাতেই এই বিবৃতি দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে, পুনচ এলাকায় নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। তবে এলওসি বরাবর কোনও শর্ত লঙ্ঘনের আলামত আমরা খুঁজে পাইনি। অসমর্থিত খবর প্রচার হতে বিরত থাকার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, এলওসিতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গুলি চালিয়েছে ইসলামাবাদ।
এদিকে, দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দুতে বলা হয়, জম্মুতে কর্তব্যরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গোলাগুলি হওয়ার দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় কোনও উসকানি ছাড়াই পাকিস্তান অংশ হতে গুলি ছোড়া হয়। ভারতীয় সেনারা এর জবাব দিলে হালকা অস্ত্র ব্যবহার করে প্রায় ১৫ মিনিট পাল্টাপাল্টি গুলি চলে। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সিঁদুর অভিযানের (অপারেশন সিন্দুর) পর এটাই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। রয়টার্স , পিটিআই
রোগী আনতে গিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রে একটি মেডিক্যাল পরিবহণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যারিজোনা অঙ্গরাজ্যে গত মঙ্গলবার বাহনটি দুর্ঘটনার শিকার হয়। মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (ফেডারেল অ্যাভিয়েশন এজেন্সি বা এফএএ) জানিয়েছে, নাভাজো ন্যাশন সংরক্ষিত এলাকার চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে বিকালবেলা অবতরণের সময় বিচক্র্যাফট থ্রি হানড্রেড উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় পুলিশ কার্যালয় জানিয়েছে, নিকটবর্তী হাসপাতাল থেকে এক রোগীকে আনতে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত বাহনটি। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজে থাকা চার আরোহীর সবাই মারা গেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এফএএ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান আছে। তদন্ত চলাকালীন সময়ে বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কার্যালয়। ডুয়াল-প্রোপেলার মেডিক্যাল বাহনটি সিএসআই অ্যাভিয়েশন নামক এক প্রতিষ্ঠানের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে নাভাজো পুলিশ। প্রতিষ্ঠানটি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে অবস্থিত। দুর্ঘটনায় শোক প্রকাশ করে পুলিশের বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজের আরোহীর স্বজন এবং ‘মেডিক্যাল এয়ার’ (যারা বিমানযোগে চিকিৎসা সেবা দিতে ছুটে যান) আর ফার্স্ট রেসপন্ডার কম্যুনিটির (যারা সেবা দিতে সবার আগে হাজির হন) জন্য একটি মর্মান্তিক ঘটনা। এবিসি নিউজ