বিবিসি: ভারতের ২০টির বেশি বিমানবন্ধর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ করে দেওয়া বিমানবন্দরের বেশির ভাগই উত্তর ভারতের। তবে এ বিষয়ে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো হলোÍ লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সালমের, জামনগর, ভাটিন্ডা, ভুজ, ধর্মশালা, সিমলা, রাজকোট, পোরবন্দর, বিকানের, হিন্দন, কিশানগড়, কান্দলা এবং গোয়ালিয়র। এদিকে পাকিস্তানের তিনটি প্রধান বিমানবন্দরÍ লাহোর, করাচি এবং সিয়ালকোট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এশিয়া
বন্ধ ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর
ভারতের ২০টির বেশি বিমানবন্ধর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ করে দেওয়া বিমানবন্দরের বেশির ভাগই উত্তর ভারতের।