আল জাজিরা : ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হুথি-সম্পৃক্ত আল মাসিরাহ টিভি গত শনিবার জানিয়েছে, এই ‘আগ্রাসনে’ হেজইয়াজ বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। সানার বাসিন্দারাও অন্তত দুইটি জোরালো বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই স্থানটি হুথি যোদ্ধারা ব্যবহার করে আসছে। কিন্তু তারা একটি বেসামরিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানার যৌক্তিকতা প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণ হাজির করেনি, যা এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করার আশঙ্কা তৈরি করছে। গত রবিবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এই আক্রমণটি বারবারের হুথি হামলার সরাসরি জবাব ছিল, যার মধ্যে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অন্তর্ভুক্ত। ইয়েমেনের উপপ্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, জরুরি কর্মীরা আরও ক্ষতি প্রতিরোধে সক্ষম হয়েছেন। কারণ বিস্ফোরণের পর বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। ২০২৩ সাল থেকে হুথিরা গাজায় ইসরায়েলি গণহত্যার জবাবে বারবার ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েলও ইয়েমেনের অবকাঠামো লক্ষ্য করে পাল্টা বোমা হামলা চালিয়েছে। এছাড়া হুথিরা ব্যবহার করে এমন অভিযোগে ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল।