এনডিটিভি : ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। গতকাল শুক্রবার সকালে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, দেশটির কয়েকটি অঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩৫ কিলোমিটার গভীরে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ভূমিকম্পের পরবর্তী কম্পনগুলি পর্যবেক্ষণ করে চলেছে এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার নির্দেশ দিয়েছে। জানিয়েছে, অগভীর ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের তুলনায় বেশি বিপজ্জনক। কারণ অগভীর ভূমিকম্পের কম্পন তরঙ্গকে পৃষ্ঠে পৌঁছাতে তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করতে হয়, ফলে ভূ-পৃষ্ঠে কম্পন বেশি তীব্র হয় এবং এর ফলে কাঠামোগত ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়। আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চল পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।