এএফপি: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ টাস্ক ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী। গত শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মাত্র এক দিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান গাজায় সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যে কোনো মিশনে অংশ নেবে। এ বিষয়ে আলোচনা করতে মিসরের শার্ম এল-শেখে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যস্থতার আলোচনায় ঘনিষ্ঠভাবে জড়িত তুরস্ক। ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতেও এরদোয়ানের প্রশাসন ভূমিকা রাখে। গাজায় বিভিন্ন দেশের সেনাবাহিনীর একটি টাস্ক ফোর্সে তুরস্ক যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেছে, শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা সম্পন্ন আমাদের তুর্কি সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত যে কোনো কাজের জন্য প্রস্তুত। রজব তৈয়ব এরদোয়ান গত বৃহস্পতিবার বলেছেন, তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করার জন্য টাস্ক ফোর্সে অংশগ্রহণ করবে। তবে আরও বিস্তারিত কিছু বলেননি তিনি। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন, যুক্তরাষ্ট্র, মিসর, তুরস্ক ও কাতারের সমন্বয়ে গঠিত একটি দল এই সম্মত বিষয়গুলো অনুসরণে সহায়তাকারী ভূমিকা পালন করবে এবং উভয় পক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে। ফিদান আরও বলেছেন, এই দেশগুলো মধ্যস্থতাকারী। তাই চুক্তির প্রাসঙ্গিক ধারাগুলো বাস্তবায়ন তদারকি করবে তারা। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ২০০ সেনা মোতায়েন করবে বলে জানিয়েছে। তবে তারা ফিলিস্তিনি কোনো অংশে মোতায়েন বা অবস্থান করবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে, যা সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে। সিএমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহজতর করা। যার মধ্যে রয়েছে নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম। এ ছাড়া উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে টাস্ক ফোর্সটি।
এশিয়া
এরদোগানের সবুজ সংকেত
গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কী সেনা
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ টাস্ক ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী।
Printed Edition
