অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে থেকে এই বছরের প্রথম সপ্তাহে ১৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার স্টাডিজ এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, চলমান দমন নীতির অংশ হিসেবে পশ্চিম তীর ও জেরুজালেমের বিভিন্ন স্থানে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। আটকদের মধ্যে পাঁচজন নারী এবং আট শিশু রয়েছে। সেইসঙ্গে আছেন সাংবাদিক ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকজন নারী। এতে আরো বলা হয়, ইসরাইলি বাহিনী শত শত বাড়িতে অভিযান চালায়। পাশাপাশি তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। গ্রাম, শরণার্থী শিবির এবং ফিলিস্তিনি শহরগুলোতেও হামলা চালানো হয়েছে। বিবৃতিতে একে সম্মিলিত শাস্তি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতনের নীতি হিসেবে বর্ণনা করা হয়েছে। বিবৃতি অনুসারে, দখলদার ইসরাইল নতুন বছরের শুরুতেই অভিযোগ দায়ের না করেই ১৩৬টি প্রশাসনিক আটক আদেশ জারি করে। এছাড়া ইসরাইলি বাহিনী বিরজেইত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দিদের সমর্থনে আয়োজিত সংহতি সমাবেশে হামলা চালায়, গণমাধ্যমের সরঞ্জাম জব্দ করে এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্টকে আটক করে।
এশিয়া
পশ্চিম তীরে ১৫০ ফিলিস্তিনী ইসরাইলের হাতে আটক
অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে থেকে এই বছরের প্রথম সপ্তাহে ১৫০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার স্টাডিজ এক বিবৃতিতে একথা জানিয়েছে।
Printed Edition