গালফ নিউজ : নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে বিমানটির উদ্বোধন করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমিরাতভিত্তিক কোম্পানি লুদ অটোনোমাসের তৈরি এই কার্গো বিমানটির নাম রাখা হয়েছে ‘হেলি’। বিমানটিকে ‘হাইব্রিড’ বলার কারণ এটি সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান। সংবাদমাধ্যমকে লুদ অটোনমাসের শীর্ষ নির্বাহী কর্মকর্তা মাতার আল মান্নায়েই জানান, সম্পূর্ণ চার্জড অবস্থায় হেলি সর্বোচ্চ ২৫০ কেজি মালপত্র নিয়ে একটানা ৭০০ কিলোমিটার পথ উড়তে সক্ষমন দুর্গম এবং বিমান উড্ডয়ন-অবতরণ সংক্রান্ত অবকাঠামো সীমিত এমন এলাকায় পৌঁছানোর ক্ষেত্রে জ্বালানি তেলচালিত কার্গো বিমানের চেয়ে হেলি অনেক দক্ষ বলেও দাবি করেছেন মাতার আল মান্নায়েই। মাতার আল মান্নায়েই বলেন, ‘আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল একটানা দীর্ঘপথ উড্ডয়ন করতে পারার মতো সক্ষম একটি বৈদ্যুতিক বিমান বানানো। কারণ বৈদ্যুতিক যানবাহনে যে ব্যাটারি ব্যবহার করা হয়, সেটির চার্জ একটি নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়। আর যাত্রাপথে একবার চার্জ শেষ হয়ে গেলে আপনি তা রিচার্জ করার মতো জায়গা না-ও পেতে পারেন।’ ‘এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা হেলির প্রপেলার বিশেষভাবে তৈরি করেছি, যাতে এটির চলাচল সহজ এবং দ্রুত হয়। এছাড়া হেলিতে একটি জেনারেটরও আছে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সেই জেনারেটর সক্রিয় হবে। ফলে কোনো বিঘ্ন ছাড়াই দীর্ঘপথ পাড়ি দিতে পারবে হেলি।’ মাতার আল মান্নেই বলেন, ‘বর্তমানে পুরো বিশ্ব বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছে এভাবে যদি বিবেচনা করা হয়, সেক্ষেত্রে হেলি একটি মাইলফলক।’
এশিয়া
নিজেদের তৈরি সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান উদ্বোধন আমিরাতের
নিজেদের তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে বিমানটির উদ্বোধন করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
Printed Edition