রয়টার্স, সিএমজি : হংকংয়ের তাই পোর ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায় লাগা ভয়াবহ আগুন দমকলকর্মীদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে। কিছু জায়গায় ধোঁয়া থাকলেও বেশিরভাগই নিভে গেছে।আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে বলে জানিয়েছে হংকং পুলিশ বাহিনী। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী জন লি জানান, হংকং প্রশাসন উদ্ধারকাজে সহায়তা করতে সব ধরনের সম্পদ কাজে লাগাবে।
আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১২৮টি দমকল ইঞ্জিন এবং ৫৭টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল, ৭৬৭ জন দমকলকর্মী এই অভিযানে নিয়োজিত ছিলেন। অগ্নিকা-ে দুই শতাধিক ব্যক্তিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে সব ধরনের জরুরি সেবা দেওয়া হচ্ছে। তাদের জন্য থাই পোতে ৮টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে এই ঘটনার খবর পায় হংকং সরকারের ফায়ার সার্ভিস বিভাগ। ওয়াং ফুক কোর্টে মোট আটটি আবাসিক ভবন রয়েছে এবং আগুন এক ভবন থেকে সাতটি ভবনে ছড়িয়ে পড়ে। হংকং হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের ‘মেজর ইনসিডেন্ট কন্ট্রোল সেন্টার’ সক্রিয় করেছে।