এক্সে, সিএনএন,সামাটিভি : ইরানের ‘শক্তিশালী’ সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম তিনি কৃতজ্ঞত প্রকাশ করেন।

তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইহুদিবাদী শাসনব্যবস্থাকে ‘শাস্তি’ দেওয়ার জন্য সামরিক অভিযান ‘শেষ মুহূর্ত পর্যন্ত’ অব্যাহত ছিল, যা স্থানীয় ইরান সময় ভোর ৪টায় শেষ হয়েছে। তিনি আরও বলেন, ‘সব ইরানিদের সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের প্রিয় দেশকে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত রক্ষা করতে প্রস্তুত থাকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যেকোনো আক্রমণের জবাব দেয়। তার এই টুইটের পরপরই এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানি সশস্ত্র বাহিনী ইসরাইলের দখলকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে এবং আতঙ্কিত ইসরাইলিরা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেওয়ার পরপরই আরাগচি এ পোস্ট করেন। ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসরাইলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি।