রয়টার্স ; ব্রিটেনে শীতের প্রকোপ বাড়তেই ফ্লু এক "মহামারিতে" রূপ নিয়েছে। সেখানকার হাসপাতালগুলোতে রোগীর ভিড় নজিরবিহীন এবং "এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ফ্লু প্রাদুর্ভাব" হিসেবে বর্ণনা করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ইংল্যান্ডের এনএইচএস গত সপ্তাহে গড়ে প্রতিদিন এক হাজার ৭১৭ জন ফ্লু রোগীকে হাসপাতালে ভর্তির খবর দিয়েছে, যা গত বছরের তুলনায় ৫৬ শতাংশ উল্লম্ফন। এই সংকটের তীব্রতা অতীতের জনস্বাস্থ্য জরুরি অবস্থার প্রতিধ্বনি করছে। উত্তর আয়ারল্যান্ডে, মাত্র দুই সপ্তাহের মধ্যে নিশ্চিত ফ্লু রোগীর সংখ্যা তিন গুণেরও বেশি বেড়ে ২৭৩ থেকে ৯৫৪-এ দাঁড়িয়েছে, যার ফলে জনস্বাস্থ্য পরিচালক ড. জোয়ান ম্যাকক্লিন আনুষ্ঠানিকভাবে এটিকে "মহামারী" হিসেবে ঘোষণা করেছেন। স্থানীয় পর্যায়ে এর প্রভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে।