জ্যাক গুয়েজ, এএফপি, সিএনএন : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে আরও পাঁচজন নিহত হয়েছেন। ইসরাইলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, তেল আবিবের পূর্বাঞ্চল পেতাহ টিকভা শহরে চারজন এবং বনে ব্রাক শহরে একজন নিহত হন। হামলার পর ইসরাইলের বিভিন্ন উপকূলবর্তী ও কেন্দ্রীয় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়েছে আবাসিক ভবন ও যানবাহন।

হামলার পরপরই এমডিএ চারটি স্থানে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় ইসরাইলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

অন্যদিকে, ইরানের সরকারি গণমাধ্যম দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সংঘাতে ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন। এই অব্যাহত সহিংসতা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

তেল আবিবের রাস্তাগুলোতে আতঙ্ক বিরাজ করছে। ভোররাতে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা ও আতঙ্ক। উদ্ধারকারী দল ও সেনাবাহিনী এখনো ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে। সিএনএনের জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড জানিয়েছেন, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে তেল আবিব।