এনডিটিভি : ভারতের রাজধানী দিল্লির মতো মুম্বাইয়ের বাতাসও ‘বিষাক্ত’ তালিকায় যুক্ত হয়েছে। অবস্থা বেগতিক দেখে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) চতুর্থ ধাপের কঠোরতম বিধিনিষেধ কার্যকরের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। মুম্বাইয়ের কয়েকটি এলাকায় বায়ুমান সূচক (একিউআই) ‘খুব খারাপ’ ও ‘মারাত্মক’ মাত্রা অতিক্রম করায় জিআরএপি-৪ কার্যকর করা হয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে মাজগাঁও, দেউনার, মালাড, বোরিভালি ইস্ট, চাকলা-আন্ধেরি ইস্ট, নেভি নগর, পওই ও মুলুন্ড।
বৃহন্মুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) এসব এলাকায় নির্মাণকাজ ও ধুলা ছড়ানোর মতো কার্যক্রম স্থগিত করে দিয়েছে। ৫০টিরও বেশি নির্মাণকাজকে স্টপ-ওয়ার্ক বা শাটডাউন নোটিস দেওয়া হয়েছে। ছোট শিল্প–প্রতিষ্ঠান, যেমন বেকারি ও মার্বেল কাটিং ইউনিটগুলোকে পরিচ্ছন্ন প্রযুক্তিতে রূপান্তরের আদেশ দেওয়া হয়েছে।
দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে, যাতে প্রকৌশলী ও পুলিশ সদস্যরা রয়েছেন। তাদের জন্য দেওয়া হয়েছে জিপিএস সজ্জিত বাহন। তারা বিভিন্ন এলাকায় দূষণকারী কার্যক্রম নজরদারি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।
গত কয়েক সপ্তাহ ধরে মুম্বাইয়ের একাধিক এলাকায় একিউআই ‘খুব খারাপ’ ও ‘মারাত্মক’ পর্যায়ে রেকর্ড করা হয়েছে। বাসিন্দারা চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও গলা ব্যথার অভিযোগ করছেনÑ যা দিল্লির মানুষ কয়েক বছর ধরে অনুভব করে আসছেন।