DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

এশিয়া

সামরিক উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফলের আহ্বান চীনা প্রেসিডেন্টের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক উন্নয়নে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার চীনের জাতীয় আইনসভার ১৪তম জাতীয় গণকংগ্রেসের

Printed Edition
Default Image - DS

৮ মার্চ সিএমজি : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সামরিক উন্নয়নে ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার চীনের জাতীয় আইনসভার ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধি দলের এক পূর্ণাঙ্গ সভায় তিনি এ আহ্বান জানান। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং বলেন, গত চার বছরের বেশি সময় ধরে পরিকল্পনা বাস্তবায়নের ফলে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। তবে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি আত্মবিশ্বাস শক্তিশালী করে চ্যালেঞ্জ মোকাবিলা এবং উচ্চ মানের উন্নয়ন নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। এ সময় তিনি আধুনিক ব্যবস্থাপনা ধারণা ও পদ্ধতির ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি পরিকল্পনাটি আরও পদ্ধতিগত, সার্বিক ও সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য কৌশলগত ব্যবস্থাপনা সিস্টেম ও প্রক্রিয়া উন্নত করার কথা বলেন।