কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা সুরক্ষা বাতিল করে দিয়েছেন। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি আর এই সুরক্ষা পাবেন না।হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিয়মানুযায়ী, সাবেক প্রেসিডেন্টরা আজীবন এবং ভাইস প্রেসিডেন্টরা দায়িত্ব ছাড়ার পর ৬ মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস এর নিরাপত্তা পেয়ে থাকেন।সেই হিসাবে গত ২১ জুলাই সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা পাওয়ার সময় শেষ হয়েছে। কিন্তু গত নির্বাচনে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজ ছাড়ার আগে কমলার এই নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও একবছর বাড়িয়েছিলেন। বাইডেনের সেই সিদ্ধান্তই এবার প্রত্যাহার করলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে হ্যারিসকে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত এই নিরাপত্তা সুবিধা বাতিল করা হচ্ছে।এ বিষয়ে হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ার্স্টেন অ্যালেন বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট (সাবেক) যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পেশাদারত্ব, নিবেদিতভাবে দায়িত্ব পালন এবং নিরাপত্তার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।’ট্রাম্প একজন রিপাবলিকান। আর জো বাইডেন ও কমলা হ্যারিস ডেমোক্র্যাট। রয়টার্স, এএফপি সিএনএন
বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে বাফার জোন তৈরি করে শান্তি চুক্তি করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।তিনি বলেছেন, এ ধরনের ধারণা আধুনিক যুদ্ধের বাস্তবতাকে প্রতিফলিত করে না।শুক্রবার সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।জেলেনস্কি বলেন, যারা আজকের যুদ্ধের প্রযুক্তিগত অবস্থা বোঝেন না, কেবল তারাই একটি বাফার জোনের প্রস্তাব করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।সম্প্রতি ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন তৈরির প্রস্তাব নিয়ে আলোচনার খবর প্রকাশিত হয়। প্রস্তাবটি যুদ্ধবিরতি বা দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। জেলেনস্কি বলেন, ড্রোন হামলার কারণে সামনের সারির দুই পাশে ইতোমধ্যেই এক ধরনের ‘মৃত অঞ্চল’ তৈরি হয়েছে, যেখানে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা যায় না। “আজ আমাদের ভারী অস্ত্র ১০ কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থান করছে, কারণ ড্রোন সবকিছুই আঘাত করছে। এই বাফার বা ‘গ্রে জোন’ ইতোমধ্যেই বিদ্যমান,” তিনি জানান।এ ধরনের প্রস্তাব ইউক্রেনকে কিছু এলাকা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেয়, যা জেলেনস্কি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “রাশিয়া যদি আমাদের থেকে দূরে থাকতে চায়, তারা দখল করা এলাকা ছেড়ে গভীরে ফিরে যেতে পারে।”জেলেনস্কি আরও জানান, রাশিয়া কূটনীতির জন্য প্রস্তুত নয়, বরং যুদ্ধ শেষ করতে বিলম্বের কৌশল নিচ্ছে। বিবিসি
পাঁচ বছরে নিখোঁজ মানুষের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি
আড়াই লাখেরও বেশি নিবন্ধিত লোক নিখোঁজ হয়েছে, যা পাঁচ বছরে প্রায় ৭০ শতাংশ বেশি। জেনেভা থেকে রেডক্রস বার্তা সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এক বিবৃতিতে বলেছে, ক্রমবর্ধমান সংঘাত, গণ অভিবাসন এবং যুদ্ধের নিয়মের প্রতি শ্রদ্ধা হ্রাসের কারণে এই বৃদ্ধি ঘটছে। আইসিআরসি মহাপরিচালক পিয়েরে ক্রাহেনবুল বলেছেন, সুদান থেকে ইউক্রেন, সিরিয়া থেকে কলম্বিয়া পর্যন্ত, এই প্রবণতা স্পষ্ট। নিখোঁজ ব্যক্তির ক্রমবর্ধমান সংখ্যা এটি স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে সংঘাতপূর্ণ দলগুলি এবং তাদের সমর্থনকারীরা যুদ্ধের সময় মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।শুক্রবার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শেষের দিকে আইসিআরসির ফ্যামিলি লিংকস নেটওয়ার্কে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৪০০ জন নিখোঁজ হিসেবে নিবন্ধিত হয়েছে। যা ২০১৯ সালের তুলনায় ৬৮ শতাংশ বেশি।কিন্তু ক্রাহেনবুল সতর্ক করে বলেছেন যে এটি একটি সংখ্যা উপস্থাপন করা হয়েছে মাত্র।তিনি বলেন, বিশ্বব্যাপী, লাখ লাখ মানুষ তাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । প্রায়শই বছরের পর বছর এমনকি দশক ধরে। ‘নিখোঁজের ট্র্যাজেডি এড়ানোর নয়। বিচ্ছেদ রোধ, আটক ব্যক্তিদের সুরক্ষা এবং মৃতদের সঠিকভাবে পরিচালনা করার জন্য আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অগণিত পরিবারকে আজীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয়া যেতে পারে।’‘আমাদের মনে রাখা উচিত যে প্রতিটি সংখ্যার পিছনে একজন মা, বাবা, সন্তান বা ভাইবোন রয়েছে যাদের অনুপস্থিতি এমন একটি ক্ষত রেখে যায় যা পরিসংখ্যান ধরে রাখতে পারে না।’আইসিআরসি জোর দিয়ে বলেছে, সশস্ত্র সংঘাতের সঙ্গে জড়িত রাষ্ট্র এবং পক্ষগুলোর প্রাথমিক দায়িত্ব হল নিখোঁজ হওয়া রোধ ও নিখোঁজ ব্যক্তিদের চিহ্নিত এবং পরিবারকে সহায়তা করা। এএফপি