বিবিসি : গত সপ্তাহে বন্ডি বিচে ইহুদি উৎসবে হামলার সময় অভিযুক্ত বন্দুকধারীরা চারটি বিস্ফোরক ছুড়েছিল। হামলার শুরুতেই ছোড়া এই বিস্ফোরকগুলোর মধ্যে একটি ছিল ‘টেনিস বল বোমা।’ তবে সেটি বিস্ফোরিত হয়নি বলে নতুন প্রকাশিত নথিতে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। ২৪ বছর বয়সি নাভিদ আকরামকে এই হামলার জন্য ১৫টি হত্যাসহ বহু অভিযোগে চার্জ করা হয়েছে। হামলার সময় পুলিশ তাকে গুলি করে গুরুতর আহত করেছিল। গতকাল সোমবার তাকে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত, তার বাবা সাজিদ আকরাম, হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। নাভিদ ও সাজিদ আকরামরা অক্টোবর মাসে একটি ভিডিও ম্যানিফেস্টো রেকর্ড করেছিল, যেখানে তারা আইএস পতাকার সামনে বসে তাদের উদ্দেশ্য প্রকাশ করেছিল। পুলিশ অভিযোগ করেছে, তারা সহিংস উগ্রবাদী মতাদর্শের প্রভাবে হামলা পরিকল্পনা করেছিল। ভিডিওগুলোর একটি দৃশ্যে দেখা যায়, তারা আইএস পতাকার সামনে বসে বন্ডি হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করছে এবং ইহুদিদের কর্মকাণ্ডের নিন্দা করছে। নাভিদ ভিডিওতে কোরআনের অংশও আরবি ভাষায় পাঠ করেছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, তারা গ্রামীণ নিউ সাউথ ওয়েলসের একটি স্থানে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিল। পুলিশ নথিতে উল্লেখ করেছে, অভিযুক্ত ও তার বাবা শটগান ব্যবহার করছিল এবং কৌশলগতভাবে চলাফেরা করছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার দুই দিন আগে হামলাকারীরা বন্ডি বিচে পৌঁছে নজরদারি করেছিল। পুলিশ বলেছে, ‘অভিযুক্ত ও তার বাবা গাড়ি থেকে বের হয়ে সেই ফুটব্রিজের দিকে হেঁটে যাচ্ছিল, যা ঠিক সেই স্থান যেখানে দুই দিন পর তারা জনসমাগমে গুলি চালায়।’ হামলার কয় ঘণ্টা আগে তারা সিডনির ক্যাম্পসি এলাকার একটি বাড়ি থেকে বের হয়, হাতে ছিল বড় এবং ভারী জিনিস যা কম্বল দিয়ে মোড়ানো। এগুলো গাড়িতে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এতে ছিল তিনটি আগ্নেয়াস্ত্র, হোমমেড বোমা (টেনিস বল বোমাসহ) এবং দুটি আইএস পতাকা। বন্ডিতে পৌঁছে তারা গাড়িতে পতাকা লাগায় এবং ফুটব্রিজের দিকে গিয়ে হামলা চালায়। তিনটি পাইপ বোমা এবং একটি টেনিস বল বোমা ছুড়লেও বিস্ফোরণ হয়নি। পুলিশ বলেছে এগুলো কার্যকরী ছিল। পরে গাড়িতে আরও একটি বিস্ফোরক পাওয়া যায়।