রয়টার্স: সর্বশেষ আন্তর্জাতিক র্যাংকিংয়ে অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানসহ দেশটির ৫৪টি বিশ্ববিদ্যালয়ের অবনতি হয়েছে। আর্থিক সংকটকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক শিক্ষাঙ্গনে যুক্তরাজ্যের অবস্থানকে প্রভাবিত করছে। সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ইম্পেরিয়াল কলেজ লন্ডন অক্সব্রিজের উভয় বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে। শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি। দ্বিতীয় স্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৃতীয় থেকে চতুর্থ স্থানে নেমে গেছে এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে এসেছে। এই অবনমন সত্ত্বেও, চারটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় এখনও শীর্ষ দশে রয়েছে। তবে, সামগ্রিক চিত্র উদ্বেগজনক, কারণ নতুন ২০২৬ সালের র্যাংকিং ইঙ্গিত দেয় যে, যুক্তরাজ্যের ৬১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থান হারিয়েছে। যাদের র্যাংকিং কমেছে তাদের মধ্যে গ্লাসগো ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ওয়ারউইক বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (এলএসই)-এর মতো সুপরিচিত নামও রয়েছে।