ভারতের রাজনীতিতে চরম উত্তাপ ছড়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যে। বিহারের পাটনায় গত সোমবার তার ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’ শেষ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি। রাহুল বলেন, ‘খুব শিগগির ভোট চুরি নিয়ে অকাট্য প্রমাণ সামনে আনব আমি। তখন বিজেপিকে হাইড্রোজেন বোমার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী মোদি আর দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না।’ এদিন তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকায় কারচুপি করছে। কর্ণাটকের এক বিধানসভা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল বলেন, ‘ভোট চুরি মানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। এভাবে চলতে থাকলে বিজেপি একদিন রেশন কার্ড কিংবা অন্য অধিকারও কেড়ে নেবে।’