হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গভীর শোক ও জনরোষের মধ্যেই রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো আইন পরিষদের (লেজিসলেটিভ কাউন্সিল) নির্বাচন। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে শহরজুড়ে কঠোর নজরদারি জোরদার করে ভোটগ্রহণ পরিচালনা করে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে নিহত ১৫৯, তদন্তে প্রশাসন: তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫৯ জনের মৃত্যু হংকংবাসীকে এখনো শোকাহত ও আতঙ্কিত করে রেখেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সংস্কারকাজ চলাকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রায় দুই দিন সময় লাগে। ঘটনাস্থলের আশেপাশে রোববার সকাল থেকেই প্রায় একশ পুলিশ সদস্য টহলে ছিল। একই সঙ্গে জনঅসন্তোষ কমাতে এবং সম্ভাব্য অস্থিরতা ঠেকাতে অপরাধ ও দুর্নীতির অভিযোগে একাধিক তদন্ত শুরু করেছে প্রশাসন।
শহরজুড়ে ক্ষোভ, ভোট বর্জনের ঘোষণা অনেকের: সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনেকেই নির্বাচনে ভোট না দেওয়ার ঘোষণা দেন। ৭০-এর বেশি বয়সি স্থানীয় বাসিন্দা চেং বলেন, এটা ত্রুটিপূর্ণ সরকারের ফল, এখন সুস্থ কোনো ব্যবস্থাই নেই। তিনি সমালোচনার কারণে সরকারি প্রতিক্রিয়ার আশঙ্কাও প্রকাশ করেন।