আনাদোলু এজেন্সি : ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে চীন সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল থেকে আরও নাগরিক সরিয়ে নেওয়ার। যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় এই সিদ্ধান্তের কথা জানায় বেইজিং। গতকাল রোববার চীনের দূতাবাস জানায়, ইসরাইল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। মিসাইল হামলার পরিধি বাড়ছে, এবং হতাহতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এই প্রেক্ষাপটে নিরাপত্তার স্বার্থে ২৩ ও ২৫ জুন চূড়ান্ত দুই ধাপে ইসরাইল থেকে চীনা নাগরিকদের সরিয়ে নেওয়া হবে।
চীনের দূতাবাস জানায়, এখন পর্যন্ত তিন দফায় প্রায় ৩০০ চীনা নাগরিককে ইসরাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব নাগরিকদের মিশরের সীমান্ত ব্যবহার করে ফিরিয়ে আনা হয় এবং তাদের বেশিরভাগই ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন। বাকি যারা এখনও ইসরাইলে অবস্থান করছেন, তাদের জন্য জুনের ২৩ ও ২৫ তারিখে দুটি চূড়ান্ত ব্যাচে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। এই প্রত্যাবাসনের জন্য ব্যবহৃত হবে ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অবস্থিত বিয়ের (তাবা) ক্রসিং। তবে দূতাবাস সতর্ক করেছে, স্থল সীমান্তগুলো দিয়ে ক্লিয়ারেন্স প্রক্রিয়া ধীরগতির হওয়ায় এবং বিমানের ফ্লাইট পরিস্থিতি অত্যন্ত টানাপড়েনের হওয়ায় সময়মতো প্রত্যাবাসন নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে। গত শুক্রবার ইসরাইল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরানও পালটা মিসাইল হামলা চালায়।