মিডল ইস্ট মনিটর : কুয়েতের সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা কুয়েতের ক্যাসেশন কোর্ট দেশটির আমিরের ক্ষমতা চ্যালেঞ্জ করার দায়ে সাবেক এমপি ওয়ালিদ আল-তাবতাবাইয়ের বিরুদ্ধে চার বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন। কুয়েতি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে । প্রতিবেদন অনুসারে, আদালত আল-তাবতাবাইকে গত বছর সংবিধানের কিছু ধারা স্থগিত করার, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহকে অপমান করার জন্য দোষী সাব্যস্ত করেছে।
যদিও আল-তাবতাবাই সামজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের বিষয়টি অস্বীকার করেছেন। তবে, ক্যাসেশন কোর্ট এমপির দায়ের করা আপিল প্রত্যাখ্যান করেছে। একই প্রেক্ষাপটে, ক্যাসেশন আদালত সাবেক সংসদ সদস্য আনোয়ার আল-ফিকরকে তিন বছরের কারাদণ্ড এবং হামাদ আল-ওলায়ান এবং হুসেইন আল-কাল্লাফকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আমিরের অধিকার ও ক্ষমতা চ্যালেঞ্জ করার অভিযোগে এই দণ্ড দেওয়া হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কিছু সংসদ সদস্যের ‘সাংবিধানিক নিয়ম লঙ্ঘনের’ অভিযোগে সংবিধানের ১০৭ অনুচ্ছেদের ভিত্তিতে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার নির্দেশ দেন। তিনি সংবিধান পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের মাধ্যমে সর্বোচ্চ চার বছরের জন্য সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত করেন।