হিমালয়ান টাইমস : নেপালে সম্প্রতি ঘটে যাওয়া জেন-জি বিক্ষোভকালে দেশজুড়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ইতোমধ্যে ৩ হাজার ৭২৩ জনকে আবার আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনো প্রায় ১০ হাজার ৩২০ জন বন্দি পলাতক রয়েছে। এর মধ্যে কেউ দেশ ছেড়ে পালানোর সময় ভারতীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে, আবার কেউ নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছে। অনেকে স্বেচ্ছায় আবার কারাগারে ফিরে এসেছে। পুলিশ হেফাজত থেকে পালানোদের মধ্যে এখন পর্যন্ত ১৩৯ জনকে ধরা গেলেও আরও ২ হাজার ১০০ জন নিখোঁজ রয়েছে। বিক্ষোভকালে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অরাজক পরিস্থিতির সুযোগে এসব পালানোর ঘটনা ঘটে। চিতওয়ান জেলা কারাগার থেকে পালানো ৭৪০ বন্দির মধ্যে ২৩৫ জন ইতোমধ্যে ফিরে এসেছে। এছাড়া ভৈরহাওয়া কারাগারের চারজন, দামাউলি কারাগারের একজন ও অন্য কয়েকটি কারাগারের ১৪ জন বন্দি চিতওয়ান কারাগারে হাজির হয়েছে। দূরত্ব ও যোগাযোগ বিলম্বের কারণে এখনো প্রায় ৫০ জন বন্দির হিসাব মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জনগণকে আহ্বান জানিয়েছে—পলাতক বন্দিদের সম্পর্কে কোনো তথ্য পেলে নিকটস্থ থানায় জানাতে।
এশিয়া
নেপালে পালানো সাড়ে ৩ হাজারের বেশি বন্দী আবার আটক
নেপালে সম্প্রতি ঘটে যাওয়া জেন-জি বিক্ষোভকালে দেশজুড়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ইতোমধ্যে ৩ হাজার ৭২৩ জনকে আবার আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনো প্রায় ১০ হাজার ৩২০ জন বন্দি পলাতক রয়েছে। এর মধ্যে কেউ দেশ ছেড়ে পালানোর সময় ভারতীয় কর্তৃপক্ষের হাতে