নয়াদিল্লীর রাস্তায় থাকার অধিকার পেল ১০ লাখ বেওয়ারিশ কুকুর
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভারতের সুপ্রিম কোর্ট এক সংশোধিত রায়ে জানিয়েছেন, দেশটির রাজধানী নয়াদিল্লিসহ দেশের যেকোনো শহরের বেওয়ারিশ কুকুরদের রাস্তায় বসবাস করার অধিকার রয়েছে তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে। গতকাল শনিবার প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথমে ধরা হবে বেওয়ারিশ কুকুরদের। তাদের স্টেরিলাইজ ও টিকা প্রদান করা হবে। এর পর আবার তাদের নিজ নিজ এলাকায় ছেড়ে দেওয়া হবে। শুধুমাত্র জলাতঙ্কে আক্রান্ত বা প্রমাণিত আক্রমণাত্মক প্রাণীদেরই আশ্রয়কেন্দ্রে রাখা হবে।এর আগে দেশটির সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছিল, নয়াদিল্লির রাস্তা আর বেওয়ারিশ কুকুরদের অবাধ বিচরণের জন্য উন্মুক্ত থাকবে না। শিশুদের কামড়ে মেরে ফেলার মতো কিছু উদ্বেগজনক ঘটনার রিপোর্টের পর আদালত স্বপ্রণোদিত হয়ে এ বিষয়টি আমলে নেয়। আদেশে বলা হয়েছিল, রাজধানীর সমস্ত বেওয়ারিশ কুকুরকে আট সপ্তাহের মধ্যে ধরে নিয়ে গিয়ে স্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে আটকে রাখতে হবে।এই ঘোষণায় পশুপ্রেমী এবং প্রাণী কল্যাণ সংস্থাগুলোর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা যুক্তি দেখান, শহরের প্রায় ১০ লাখ বেওয়ারিশ কুকুরকে আশ্রয় দেওয়ার মতো পরিকাঠামো দিল্লির নেই। টাইমস অফ ইন্ডিয়া।
নিজের পকেট ভরানো রাজনীতিবিদদের সতর্ক করলেন ফরাসি প্রধানমন্ত্রী
আইন প্রণেতা এবং অযৌক্তিক সুবিধা গ্রহণকারী কর্মকর্তাদের খুঁজে বের করার অঙ্গীকার করে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু বলেছেন, জনগণ বিশ্বাস করে, সমস্ত রাজনীতিবিদ ‘নিজ পকেট ভরছেন। গত শুক্রবার ফরাসিপ্রধানমন্ত্রী বলেন, ফ্রান্সের বিশাল বাজেট ঘাটতি কমানোর জন্য ধারণা চাওয়ার আবেদন করার সময় জনগণের সন্দেহটি ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। বাজেটে ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয় করতে চান প্রধানমন্ত্রী। তিনি ইতোমধ্যেই তার ব্যয় সংকোচনের ধারণাগুলোর বিরুদ্ধে তীব্র বিরোধিতার মুখোমুখি হয়েছেন। বেরু তার ব্যয় সংস্কারের প্রচারণা সমর্থন করার জন্য সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও প্রকাশ করছেন এবং গত শুক্রবার প্রকাশিত সর্বশেষ ভিডিওতে তিনি তার অনুরোধের ফলাফল দিয়েছেন।বেরু বলেন, অনেক মানুষ বিশ্বাস করেন, সরকারকে উদ্ধৃতি চিহ্নে থাকা ‘রাজনৈতিক নেতা, সংসদ সদস্য বা সরকারের সদস্যদের বিশেষাধিকারগুলো হ্রাস করতে হবে।’তিনি বলেন, ‘এ বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। কারণ, এর মানে হচ্ছে অনেক ফরাসি জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতিবিদরা তাদের পকেট ভরছেন, এটি জনসাধারণের অর্থের অপচয়।’তিনি বলেন, ‘আমাদের সবকিছু স্পষ্ট করা দরকার যে এমন কোনো পরিস্থিতি বজায় আছে কিনা, যেখানে ফরাসি সংসদ সদস্য বা রাজনৈতিক নেতারা অযৌক্তিক, অতিরিক্ত, অথবা অগ্রহণযোগ্য সুবিধা পাচ্ছেন ?’ উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতা মেরিন লি পেনকে তার দলের জন্য ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে, অন্যান্য ফরাসি রাজনীতিবিদদেরও একই ধরনের হাই প্রোফাইল মামলায় চিহ্নিত করা হয়েছে।বেরু প্রতিজ্ঞা করেন যে যদি কেউ অন্যায্য সুবিধা পেয়ে থাকে তবে ‘সেগুলো নির্মূল করা হবে।’এএফপি।
ইচ্ছাকৃত উস্কানির অভিযোগ উত্তর কোরিয়ার
সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে উত্তর কোরিয়া জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার উচিত হবে তাদের পূর্বপরিকল্পিত এবং ইচ্ছাকৃত উস্কানি বন্ধ করা। পিয়ংইয়ং দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে ১০টিরও বেশি গুলি চালিয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল গত মঙ্গলবারের এ ঘটনাকে 'ইচ্ছাকৃত উস্কানি' বলেই অভিহিত করেছেন। পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, এটি একটি অত্যন্ত গুরুতর ভূমিকা যা অনিবার্যভাবে দক্ষিণ সীমান্ত অঞ্চলে পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে বিপুল সংখ্যক বাহিনী একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, এ সংঘর্ষ নিয়ন্ত্রণহীন পর্যায়ে পৌঁছে যাবে।এদিকে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার এক বিবৃতিতে গুলিবর্ষণের বিষয়টি স্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সেনারা সংক্ষিপ্তভাবে সীমান্ত অতিক্রম করার পর সতর্কতামূলক গুলি ছুড়ে তাদের সেনারা। সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে ডি ফ্যাক্টো সীমান্তের কথা উল্লেখ করে জানান, কেন্দ্রীয় ফ্রন্টলাইন ডিএমজেড (ডিমিলিটারাইজড জোন) এর মধ্যে সামরিক সীমানা রেখার (এমডিএল) কাছে কর্মরত কিছু উত্তর কোরিয়ার সেনা এমডিএল অতিক্রম করে, যার ফলে সতর্কতামূলক গুলি ছুড়েছে আমাদের সেনাবাহিনী।এর আগে চলতি বছরের এপ্রিলের শুরুতে দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সর্বশেষ সীমান্ত সংঘর্ষ হয়েছিল। সে সময় উত্তর কোরিয়ারপ্রায় ১০ জন সেনা সদস্য সাময়িকভাবে সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি চালিয়েছিল। আল জাজিরা, বিবিসি।