রাজপরিবারের যে আচরণে হতবাক হ্যারি-মেগান
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে চরমভাবে অবাক করেছে বাকিংহাম প্যালেসের একটি বিবৃতি। যাতে প্রিন্স উইলিয়ামের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়। যে অভিযোগে বলা হয়েছিলো, উইলিয়াম মেগান ও হ্যারিকে রাজকীয় দায়িত্ব থেকে দূরে রাখার চেষ্টা করছেন। এই বিবৃতি প্রকাশের আগে হ্যারির অনুমতি নেওয়া হয়নি এবং এই দম্পতির মতে এতে তাদের পক্ষের ঘটনা সঠিকভাবে তুলে ধরা হয়নি।নেটফ্লিক্সের ডকুমেন্টারি হ্যারি অ্যান্ড মেগান-এ হ্যারি জানান, তিনি যখন জানতে পারেন যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তখন তিনি চরমভাবে বিস্মিত হয়েছিলেন। হ্যারি বলেন, আমার অনুমতি কেউ চায়নি। এই সংবাদটি মেগানকে জানানোর পর তিনি কেঁদে ফেলেন। হ্যারির ভাষায়, মেগান জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছিল।বিবৃতিটি জানুয়ারি ২০২০-এ প্রকাশিত হয়, তবে হ্যারি দাবি করেছেন যে তিনি একেবারেই অনুমতি দেননি বা জানতেনও না যে এটি প্রকাশ হতে যাচ্ছে।হ্যারি মনে করেন, প্যালেস উইলিয়ামের সুনাম রক্ষা করতে তৎপর ছিল কিন্তু তাদের বিরুদ্ধে ছড়ানো ভুল তথ্য থেকে রক্ষা করতে একই তৎপরতা দেখায়নি। হ্যারির ভাষায়, তিন বছর ধরে তারা সত্য বলার সুযোগ দেয়নি আমাদের রক্ষা করার জন্য কিন্তু চার ঘণ্টার মধ্যে তারা আমার ভাইকে রক্ষা করতে মিথ্যা বলতে প্রস্তুত ছিল। টাইমস অব ইন্ডিয়া
কিমকে ধন্যবাদ জানালেন পুতিন
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। “ইউক্রেন যুদ্ধে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে গতমঙ্গলবার টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বোচ্চ নেতা রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়া-উত্তর কোরিয়া বন্ধুত্বের স্পিরিটের প্রতি বিশ্বস্ত এবং ভবিষ্যতে যদি ফের কখনও প্রয়োজন হয়, তাহলে নিজের পূর্ণ সামর্থ্য নিয়ে রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া। আরটি, এএফপি
প্রেসিডেন্টের স্ত্রীও কারাগারে
দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হি-কেও গ্রেফতার করা হয়েছে। শেয়ার বাজার কারসাজি, ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে মঙ্গলবার চার ঘণ্টাব্যাপী শুনানির পর তাকে আটকাদেশ দেওয়া হয়। আদালত জানিয়েছে, প্রমাণ নষ্ট করার সম্ভাবনা থাকায় তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।এটি দেশটির ইতিহাসে প্রথম ঘটনা, যেখানে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনই একই সময়ে কারাগারে রয়েছেন। ইউন চলতি বছরের জানুয়ারিতে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার অভিযোগে আটক হন, যা দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করে এবং তার ক্ষমতাচ্যুতি ঘটে।৫২ বছর বয়সী কিম কিয়ন হি-র বিরুদ্ধে অভিযোগ, বিএমডব্লিউ ডিলার ডয়চ মোটর্স-এর শেয়ারদরের কারসাজিতে অংশ নিয়ে তিনি প্রায় ৮০০ মিলিয়ন ওন (প্রায় ৫.৭ লাখ মার্কিন ডলার) অবৈধভাবে আয় করেন। ঘটনাটি ইউন প্রেসিডেন্ট হওয়ার আগে ঘটলেও পুরো প্রেসিডেন্ট মেয়াদজুড়েই বিতর্কের জন্ম দেয়। বিবিসি
উৎপাদন বন্ধের নির্দেশ মার্কিন কোম্পানির
এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে বেন নেপলার কম্বোডিয়ার তার কোম্পানির আউটডোর ফার্নিচার উৎপাদনকারী কারখানার সাথে যোগাযোগ করে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন।ট্রাম্পের ঘোষণায় বেশিরভাগ অংশীদার থেকে আমদানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। অনেকের জন্য তা আরও বৃদ্ধি পাবে। বিস্ময়করভাবে কম্বোডিয়ার জন্য পরিকল্পিত এ শুল্ক ছিল ৪৯ শতাংশ। সেদিন রাতেই আমরা আমাদের কারখানার সাথে কথা বলেছি। আমরা আক্ষরিক অর্থেই এই ধরণের শুল্ক দিয়ে আমাদের নিজস্ব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে আনার সামর্থ্য রাখি না।নেপলার ও তার পেনসিলভানিয়া-ভিত্তিক কোম্পানি, ট্রু প্লেস-এর জন্য এই সিদ্ধান্ত আরও বেশি বেদনাদায়ক। কারণ, ট্রাম্পের প্রথম মেয়াদে চীনা আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কারণে উৎপাদন চীন থেকে কম্বোডিয়ায় সরিয়ে নেওয়ার পর এবার আবারও বড় আঘাত পেলেন কেপলার। চীনে যেখানে ২৫ শতাংশ শুল্ক ছিল, সেখানে কম্বোডিয়ায় তখন শুল্ক ছিল শূন্য শতাংশ। বিশাল সরঞ্জাম এবং ছাঁচগুলো কম্বোডিয়ায় স্থানান্তর করতে তার এক বছর সময় লেগেছিল। কিন্তু তারপরে আবারও উচ্চ শুল্ক দেখতে হল।গত বৃহস্পতিবার ট্রাম্পের ‘পারস্পরিক’ শুল্ক বৃদ্ধি কার্যকর হওয়ার সাথে সাথে, কম্বোডিয়ায় তৈরি এই চেয়ারগুলো ১৯ শতাংশ শুল্কের সম্মুখীন হয়েছে। এএফপি।