উল্লেখযোগ্য সংখ্যায় ভারতীয়রা তাদের নাগরিকত্ব ত্যাগ করছেন। সম্প্রতি সংসদে পেশ করা পরিসংখ্যান থেকে জানা গেছে, গত পাঁচ বছরে প্রায় নয় লক্ষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন। গত চৌদ্দ বছরে ২০ লক্ষেরও বেশি ভারতীয় বিদেশি নাগরিকত্ব বেছে নিয়েছেন। পরিসংখ্যান থেকে জানা গেছে, এই প্রবণতা ক্রমবর্ধমান। পররাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে জানিয়েছেন, বিপুল সংখ্যক ভারতীয় তাদের নাগরিকত্ব ত্যাগ করছেন। গত পাঁচ বছরে প্রায় ৯ লক্ষ মানুষ তা করেছেন। মন্ত্রী বলেছেন, সরকার ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগকারী ব্যক্তিদের বার্ষিক রেকর্ড রাখে। ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ১১লক্ষ ৮৯ হাজার ১৯৪ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন । তিনি এ ব্যাপারে বছরভিত্তিক পরিসংখ্যান উপস্থাপন করেছেন।
এশিয়া
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
উল্লেখযোগ্য সংখ্যায় ভারতীয়রা তাদের নাগরিকত্ব ত্যাগ করছেন। সম্প্রতি সংসদে পেশ করা পরিসংখ্যান থেকে জানা গেছে, গত পাঁচ বছরে প্রায় নয় লক্ষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন।