রয়টার্স: স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এবার কম্বোডিয়াকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে থাইল্যান্ড। কম্বোডিয়া সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে দুই থাই সেনা আহত হওয়ার পর, এমন দাবি করলো থাইল্যান্ড। এর আগে এই ঘটনার জেরে কম্বোডিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা শান্তিচুক্তি স্থগিত করে থাইল্যান্ড। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকর্নদেজ বালানকুরা সাংবাদিকদের বলেন, “আমরা চাই কম্বোডিয়া পক্ষ ক্ষমা প্রার্থনা করুক। আমরা তাদের অনুরোধ করেছি ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করতে, দায়ী পক্ষকে শনাক্ত করতে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে জন্য ব্যবস্থা নিতে।”

এর আগে, সোমবার সীমান্ত টহলের সময় একটি স্থলমাইন বিস্ফোরিত হয়ে দুই থাই সেনা মারাত্মকভাবে আহত হয়। থাইল্যান্ডের অভিযোগ, এটি কম্বোডিয়ার সম্প্রতি পোঁতা নতুন মাইনগুলোর একটি। এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। তবে কম্বোডিয়া অভিযোগটি অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কোনও নতুন মাইন পোঁতেনি এবং ব্যাংককের সঙ্গে করা অস্ত্রবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। সেই সংঘর্ষে রকেট হামলা, ভারী গোলাবর্ষণ ও বিমান হামলা পর্যন্ত হয়েছিল।