এএফপি, রয়টার্স: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিরোধীদের একটি উদ্যোগকে ঠেকিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য এমন একটি বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, যা পাস হলে ইসরায়েলে আগাম নির্বাচনের পথ খুলে যেতে পারত। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬১ জন বিলের বিপক্ষে ভোট দেন এবং ৫৩ জন পক্ষে ভোট দেন। বিলটি পার্লামেন্টে এনেছে বিরোধীরা। ধর্মীয় উগ্রবাদী দলগুলোর সহায়তায় নেতানিয়াহুকে সরিয়ে বিরোধীরা আগাম নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে পারবে বলে আশা করছিল।