মিডল ইস্ট আই : আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে ‘অ্যাপারথাইড’ (বর্ণবৈষম্যমূলক দমননীতি) অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত রয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে।

আইসিসির একাধিক সূত্র জানায়, প্রধান কৌঁসুলি করিম খান মে মাসে ছুটিতে যাওয়ার আগেই এই দুটি মামলার প্রস্তুতি শেষ করেছিলেন। তবে আবেদন আদালতে জমা দেওয়ার আগেই তিনি সরে দাঁড়ান। বর্তমানে তার দুই ডেপুটি প্রসিকিউটরের হাতে এই ক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকির কারণে তারা তা জমা দিচ্ছেন না বলে জানা গেছে। যদি এই পরোয়ানা জারি হয়, তবে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো অ্যাপারথাইড অপরাধ হিসেবে চার্জ গঠন হবে। রোম সংবিধি অনুযায়ী, অ্যাপারথাইড মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত।

ইসরাইলের দখল নীতি ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে অ্যাপারথাইডের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ, ইসরাইলি মানবাধিকার সংস্থা বেতসেলেমসহ বহু প্রতিষ্ঠান।

গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতও গাজা ও পশ্চিম তীরের দখল অবৈধ বলে মত দেয় এবং বর্ণবৈষম্য বিলোপে ইসরাইলের ব্যর্থতার কথা উল্লেখ করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাপ, বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা, এবং রাজনৈতিক হুমকির কারণে আইসিসি বর্তমানে জটিল অবস্থায় রয়েছে। ফলে এই পরোয়ানা আদৌ কার্যকর হবে কি না, তা অনিশ্চিত।