বিবিসি , দ্য স্টার : জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লের কনসার্টে আলিঙ্গনরত অবস্থায় দেখা যাওয়া যুগলের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার। অবশ্য এরমধ্যেই তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ছুটিতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরো শহরের জিলেট স্টেডিয়ামে বুধবার গান পরিবেশন করছিল কোল্ড প্লে। এসব অনুষ্ঠানে সাধারণত দর্শকসারিতে থাকা যুগলের দিকে ক্যামেরা তাক করেন আয়োজকরা। এসময় সাধারণত যুগলরা হয় সেটা উপভোগ করেন অথবা এড়িয়ে যান। তবে ওই যুগল তড়িঘড়ি নিজেদের লুকানোর চেষ্টা করার কারণেই সবার নজরে পড়েন। স্টেডিয়ামের একটি বিশাল পর্দায় ফুটে ওঠা ভিডিওতে ওই যুগলকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। তাদের চেহারা যখন হাজার হাজার দর্শকের সামনে আসে, তখন তারা হঠাৎ নিচু হয়ে ক্যামেরা থেকে নিজেদের লুকানোর চেষ্টা করেন। সেই সময় কনসার্টের ব্যান্ড লিডার ক্রিস মার্টিনের একটি মন্তব্যের পর তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তিনি দর্শকদের উদ্দেশে বলেছিলেন যে, তারা হয়তো প্রেম করছেন, অথবা খুবই লাজুক। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর শুক্রবার অ্যাস্ট্রোনোমার কোম্পানি এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় জানিয়েছে ।