এনডিটিভি , পিটিআই : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে ইরান। ত্রয়োদশ শতাব্দীর এক ফারসি কবিতার মাধ্যমে আহ্বান জানিয়ে তারা বলেছে, আঞ্চলিক বিবাদ মেটানোর দায়িত্ব নিতে তারা প্রস্তুত।

ভারত ও পাকিস্তান উভয়কেই ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী সম্বোধন করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেছেন, দেশ দুটোর সম্পর্কের মূলে রয়েছে হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতিগত ইতিহাস। ভারত ও পাকিস্তানকে আমাদের অন্যান্য প্রতিবেশীর মতোই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।

তাই চলমান সংকট নিরসনে তৃতীয় পক্ষ হিসেবে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আমরা প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতির সঙ্গে কালজয়ী ইরানি কবি সাদি শিরাজির কবিতা ‘বনি আদম’-এর কয়েকটি পঙক্তি জুড়ে দেন আরাকি।

মানবজাতি এক বিশাল পরিবার,

সৃষ্টি সবাই একই পরমাত্মার,

পরিবারের একে যদি পায় আঘাত,

কষ্টে বাকিদের প্রাণ কাঁদে সমজাত।

ইরানের পাশাপাশি সৌদি আরবও দুদেশের উত্তেজনা প্রশমনে উদ্যোগ নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুবরাজ ফয়সাল বিন ফরহাদ পৃথকভাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন।