ভারতের মহারাষ্ট্র রাজ্য ও মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও দুর্যোগে ২৪ ঘণ্টায় ছয়জনের প্রাণহানি । নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন। প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক জেলা। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। নানা স্থানে ধস ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।বন্যার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে নান্দেড়। সেখানেই সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে চারজনের, নিখোঁজ রয়েছেন পাঁচজন। বিড জেলায় একজন ও মুম্বাইতে একজন নিহত হয়েছেন। এছাড়া মুম্বাইতে তিনজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।দুর্যোগ কবলিত এলাকাগুলোতেউদ্ধারতৎপরতা চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। এখন পর্যন্ত ২৯৩ জনকে উদ্ধার করা হয়েছে নান্দেড় জেলার মুখেদ তালুক থেকে।মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় এনডিআরএফ-এর ১৮টি এবং এসডিআরএফ-এর ছয়টি দল মোতায়েন রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হিন্দুস্তান টাইমস
এশিয়া
মুম্বাই ও মহারাষ্ট্রে বৃষ্টি-বন্যায় ৬ জনের প্রাণহানি
ভারতের মহারাষ্ট্র রাজ্য ও মুম্বাইয়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা
Printed Edition
