তাসনিম নিউজ: শেষমেশ আইসিসির দেওয়া সেই গ্রেফতার আতঙ্ক পেয়ে বসেছে ‘প্রবল ক্ষমতাধর’ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। গতকাল রোববার ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশ-এর অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ইসরাইলি প্রধানমন্ত্রীর। তবে গ্রেফতার হওয়ার ভয়েই ভ্যাটিকানে নতুন পোপের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণেই ভ্যাটিক্যান সফর বাতিল করেছেন নেতানিয়াহু।