যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র চীনের ক্ষতি নয়, বরং সহযোগিতা করতে চায়। শুক্রবার চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার কয়েক দিন পরই তিনি এমন মন্তব্য করলেন। রবিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, চীন নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরল ধাতু রপ্তানি নিয়ন্ত্রণের পদক্ষেপকে ‘একটি সাময়িক ভুল’ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেন, অত্যন্ত সম্মানিত প্রেসিডেন্ট শি কেবল এক খারাপ মুহূর্তের মধ্যে ছিলেন। তিনি তার দেশের জন্য মন্দা চান না, আমিও চাই না।তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়। ট্রাম্পের আগের হুমকি ও চলতি মাসের শেষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত দেওয়ার পর ওয়াল স্ট্রিটে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়।শুক্রবার ট্রাম্প বলেন, চীনের ‘অত্যন্ত আগ্রাসী’ বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আগামী ১ নভেম্বর থেকে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।এর জবাবে বেইজিং অভিযোগ করে যে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘দ্বৈত নীতির আদর্শ উদাহরণ।’ চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সেপ্টেম্বর থেকে ওয়াশিংটন একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে, যা অন্যায়।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিয়ত উচ্চ শুল্কের হুমকি দেওয়া চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্কের সঠিক উপায় নয়।বর্তমানে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩০ শতাংশ, যা ট্রাম্প প্রশাসন আরোপ করেছিল চীনের তথাকথিত অন্যায্য বাণিজ্যনীতি ও ফেন্টানিল বাণিজ্যে সহায়তার অভিযোগে। এর জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সাম্প্রতিক আলোচনাগুলোর অন্যতম বড় বাধা হয়ে উঠেছে রেয়ার-আর্থ বা বিরল খনিজ পদার্থ, যা আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের জন্য অপরিহার্য। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন অবস্থান হয়তো বাণিজ্যযুদ্ধের উত্তাপ কিছুটা কমাতে পারে, তবে উভয় দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী উত্তেজনা এখনো বহাল রয়েছে। এনডিটিভি, আনাদোলু।
মেক্সিকোতে প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৪৪
মেক্সিকোতে টানা প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৪৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার। রবিবার এ তথ্য নিশ্চিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ট্রপিক্যাল ঝড় ‘প্রিসিলা’ ও ‘রেমন্ড’-এর কারণে সৃষ্ট ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যা দেখা দেয় পাঁচটি অঙ্গরাজ্যে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভেরাক্রুজ রাজ্যে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েবলায় ৯ জন এবং কুয়েরেতারোতে একজনের মৃত্যু হয়েছে।রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউমের সরকার ক্ষতিগ্রস্ত ১৩৯টি শহরে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।মেক্সিকোর সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা গেছে, সৈন্যরা লাইফ র্যাফট ব্যবহার করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে, কাদামাটিতে ডুবে যাওয়া ঘরবাড়ি, এবং কোমর-সমান পানিতে উদ্ধারকর্মীদের তৎপরতা। রাষ্ট্রপতি শেইনবাউম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “ভেরাক্রুজ, হিদালগো, পুয়েবলা, কুয়েরেতারো ও সান লুইস পোতোসিতে আমরা স্থানীয় গভর্নর ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে জরুরি সহায়তা অব্যাহত রেখেছি। জাতীয় জরুরি কমিটি ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে।” রয়টার্স।
দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪২
দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অধিকাংশই জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিক। খবর বিবিসির। গত রোববার স্থানীয় সময় রাতে এন-ওয়ান মহাসড়কের একটি পাহাড়ি অংশ দিয়ে বাসটি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাড়া পাহাড়ি খাদে পড়ে যায়।এ ঘটনায় শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন শিশুও প্রাণ হারিয়েছে। এটি শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, বরং আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র জিম্বাবুয়ে ও মালাউইয়ের জন্যও গভীর বেদনার। বিবিসি।