বিবিসি উর্দু: ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছে ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ। গত ৫ মে নুসাইরাত শহরে ইসরাইল বিমান হামলা চালালে হাসান আয়াদ নিহত হয়। ফিলিস্তিনের গাজাবাসীদের কাছে মিষ্টি কণ্ঠের জন্য জনপ্রিয় লাভ করেছিল আয়াদ।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অধিবাসী ছিলেন হাসান আয়াদ। গত সোমবার ভোর থেকে সেখানে ইসরাইলের হামলায় নিহত হন ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি; তাদের মধ্যে একজন ছিল এই শিশুশিল্পী। নিজ দেশকে শত্রুমুক্ত করার জন্য প্রতিবাদী গান শোনাত হাসান আয়াদ। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রতিবাদী গানটিও ভাইরাল। তার গানের কথাগুলো ছিল এমন- ‘যুদ্ধবিমানের সঙ্গে, আমরা মৃত্যুর স্বাদ পেয়েছি, স্থল ও সমুদ্র থেকে বিমান হামলা। তারা ক্রসিং বন্ধ করে দিয়েছে - মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন, সাক্ষী থাকো বিশ্ব, তারা যা করেছেন - তারা ঘরবাড়ি ধ্বংস করেছেন, যখন আরবরা শান্তিতে ঘুমাচ্ছেন।’
সেই গানের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে গাজার এক সাংবাদিক শোক প্রকাশ করে লিখেছেন, ‘আজ তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে এখন নিজেই না ফেরার দেশে পাড়ি দিয়েছে - তার বিদায় তার কথার মতোই মহৎ ছিল।’ এছাড়াও ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়ি বলেন, ‘হাসান আয়াদ গাজা থেকে আমাকে একটি গান উৎসর্গ করেছিল। কিন্তু সে বিমান হামলায় শহিদ হয়েছে। তার মিষ্টি, হৃদয়বিদারক শিশুসুলভ কণ্ঠে ‘জিরো ডিসটেন্স’ সিনেমার জন্য গান করেছিল সে।’