আল-জাজিরা : যুদ্ধবিরতির পরেও প্রতিদিন ইসরাইলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। সেখানে কামান দিয়ে হামলার খবর পাওয়া গেছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরাইল অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ৬২৭ জন আহত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতিকে ‘ভঙ্গুর’ এবং বারবার লঙ্ঘন করা হচ্ছে বলে বর্ণনা করেছেন এবং শান্তি প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য একে সম্মান করার এবং ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরাইল। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর দাবি, ‘একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো’তে তারা হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৯৮ জন আহত হয়েছে।