ইয়েমেনে হামলার শিকার জাহাজের সব ক্রু পাকিস্তানী
ইয়েমেনের একটি বন্দরে বাণিজ্যিক এক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ইরানের বন্দর আব্বাস থেকে ইয়েমেনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজটিতে হামলা হয়। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাহাজের ক্যাপ্টেন এবং ২৪ জন ক্রু সদস্য সবাই পাকিস্তানি নাগরিক। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্রুদের কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কে হামলা চালিয়েছে সে বিষয়েও কোনও তথ্য প্রকাশিত হয়নি।
কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, জাহাজটি ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণাধীন কোনও এলাকায় নেই। পাকিস্তান তার নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাচ্ছে। একটি ভিডিও বার্তায়, ক্রুরা জানায়, ১০ দিন আগে ইয়েমেনের একটি বন্দরে ড্রোন হামলায় জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই বন্দরে এলএনজি নামানোর কথা ছিল। জাহাজটি তখন থেকে আটকা পড়ে আছে। জিও নিউজ
ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সাহায্য স্থগিতের সিদ্ধান্ত বহাল
ট্রাম্প প্রশাসনকে কংগ্রেস কর্তৃক অনুমোদিত ৪ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক সাহায্য আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ আদালত বলেছে, প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষমতা রক্ষা করা ‘সাহায্যের প্রাপকদের সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’ বলে মনে হচ্ছে। তিনজন উদারপন্থী বিচারপতি এ রায়ে দ্বিমত পোষণ করেন। বিচারপতি এলেনা কাগান বলেন, মামলাটির ঝুঁকি খুবই গুরুতর। তিনি বলেন, এখানে প্রশ্ন হলো, জনসাধারণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে নির্বাহী বিভাগ ও কংগ্রেসের ক্ষমতার বিভাজন। বিচারপতি এলেনা কাগান সমালোচনা করে বলেন, অল্প তথ্য ও কোনো মৌখিক যুক্তি এবং বিচারকদের মধ্যে বিস্তারিত আলোচনার সুযোগ ছাড়াই শুক্রবারের এই জরুরি আদেশ দেওয়া হয়েছে । তিনি বলেন, এটি ক্ষমতার বিভাজনের নীতির পরিপন্থী, আমি শ্রদ্ধার সাথে দ্বিমত জানাচ্ছি। সিএনএন।
ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র
মাদকবিরোধী অভিযানের নামে দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা চূড়ান্ত হলে এ অভিযান শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই। এনবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলীয় জলসীমায় মার্কিন বাহিনী অন্তত তিনটি সন্দেহভাজন মাদকবাহী নৌকা ডুবিয়ে দিয়েছে, যাতে কমপক্ষে ১৭ জন নিহত হন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই আক্রমণগুলোকে শুধু মাদকবিরোধী অভিযান নয়, বরং তাকে ক্ষমতাচ্যুত করার মার্কিন ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন। সম্ভাব্য হামলার বিকল্প পরিকল্পনার মধ্যে রয়েছে ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদনকেন্দ্রে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্য ও নেতাদের টার্গেট করা। যদিও এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদক্ষেপের আনুষ্ঠানিক অনুমোদন দেননি। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা এনবিসিকে বলেন, আমেরিকায় একফোঁটাও মাদক ঢুকতে না দেওয়ার জন্য এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের শক্তি প্রয়োগে প্রস্তুত। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যপ্রাচ্যের এক অজ্ঞাত মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে গোপন বার্তা আদান-প্রদান চলছে বলেও জানিয়েছে এনবিসি। প্রতিবেদনে বলা হয়, উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্প প্রশাসনের কাছে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এনবিসি নিউজ
কর্মকর্তাদের নিয়ে হঠাৎ বিরল বৈঠক তলব যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে হঠাৎ এক বিরল বৈঠক তলব করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোতে বৈঠকের খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপাত্র শন পারনেল তা নিশ্চিত করেছেন। তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনও পরিষ্কার নয়। মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে প্রায় ৮০০ জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকে হাজার হাজার সেনা, এমনকি স্পর্শকাতর বিদেশি ঘাঁটিরও দায়িত্বে রয়েছেন। এ ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সময়সূচি সাধারণত অনেক আগেই নির্ধারিত থাকে।
পেন্টাগনের মুখপাত্র পারনেল সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষামন্ত্রী আগামী সপ্তাহের শুরুতেই শীর্ষ সামরিক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাননি। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, আমি এটা পছন্দ করি। দারুণ একটা সিদ্ধান্ত। জেনারেল এবং অ্যাডমিরালদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুক এটাই চাই। রয়টার্স