বিবিসি: রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য রুশ কর্মকর্তারা ইউক্রেনকে দায়ী করেছেন। ঘটনাটি এমন সময়ে ঘটল যখন রবিবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করেছিল। আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বিদ্যুৎকেন্দ্রের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানানো হয়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত করে। তবে বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।