পুতিন সোশ্যাল মিডিয়ায় নেই
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালাবেন না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থাকে তিনি এ তথ্য জানান। পেসকভ বলেন, প্রেসিডেন্ট ক্রেমলিনের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত আছেন, তবে তিনি নিজে সরাসরি যুক্ত হতে চান না। মুখপাত্রের মতে, ক্রেমলিনের কর্মীরা নিয়মিতভাবে পুতিনকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। এছাড়া পরিবার ও ঘনিষ্ঠজনেরাও মাঝে মাঝে অনলাইনের বিভিন্ন তথ্য তাকে শেয়ার করেন।২০১৭ সালে পুতিন নিজেই বলেছিলেন, তার ব্যস্ত সময়সূচির কারণে ইন্টারনেট ব্রাউজ করার ফুরসত নেই। অল্প কিছু অবসর সময় তিনি ব্যয় করেন শরীরচর্চা, সংগীত শোনা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মতো কাজে। তখন তিনি বলেছিলেন, আমি সময়কে এমনভাবে ভাগ করি, যাতে সৃজনশীল বিকাশের সুযোগ থাকে। সংগীত শোনা, খেলাধুলা করা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এসব না করলে সময়েরই মানে থাকে না। পুতিন মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহী বলেও পরিচিত। তার সমর্থকদের মতে, এটি তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দিক। ২০১৫ সালে এনএসএ হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে উঠে আসে, যুক্তরাষ্ট্র বিদেশি নেতাদের ফোনে আড়ি পাতত, এমনকি জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলসহ ঘনিষ্ঠ মিত্রদেরও। তাস ,আরটি
ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জনের প্রাণহানি
ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) পূর্বে আরের্তি শহরে বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। তখন একদল ধর্মপ্রাণ মানুষ বার্ষিক ভার্জিন মেরি উৎসবে অংশ নিচ্ছিলেন।দেশটির জেলা পুলিশ প্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানা নিউজকে জানান, মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরো বাড়তে পারে। আহতের সংখ্যা ২০০-এর বেশি, যাদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় প্রশাসনের কর্মকর্তা আতনাফু আবাতে ‘থিওপিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (ইবিসি)’কে জানান, কিছু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। তবে উদ্ধার কার্যক্রম বা আটকে পড়া ব্যক্তিদের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি আরো বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানী আদ্দিস আবাবার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ইবিসি’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কাঠের খুঁটির জঞ্জালের স্তূপে লোকজন ভিড় করে আছে। অন্য ছবিতে দেখা যায় গির্জার বাইরের অংশ, যেখানে অস্থায়ীভাবে কাঠামোটি নির্মাণ করা হয়েছিল। ইবিসি প্রকাশিত একটি সরকারি বিবৃতিতে ঘটনার জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে জানানো হয়েছে। এএফপি, আল জাজিরা
যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে দুই প্লেনের সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে ডেল্টা এয়ারলাইন্সের দু’টি প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।এ বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স থেকে জানানো হয়েছে, নর্থ ক্যারোলাইনা থেকে আগত এন্ডেভার এয়ারের ফ্লাইট ৫০৪৭ এবং ভার্জিনিয়া গামী ফ্লাইট ৫১৫৫ মধ্যে সংঘর্ষ হয়েছে।ফ্লাইট ৫১৫৫-তে ২৮ যাত্রী ও চারজন ক্রু ছিলেন এবং ফ্লাইট ৫০৪৭-এ ৫৭ যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এ ঘটনায় একজন কেবিন ক্রু সদস্য সামান্য আহত হন। তাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং শাটল বাসে করে টার্মিনালে পৌঁছে দেওয়া হয়। যাত্রীদের প্রয়োজন অনুযায়ী হোটেলের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন ফ্লাইটে বুকিং দেওয়া হচ্ছে।বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। সিএনএন