বিবিসি : বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। মস্কোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, এটি একটি সাহসী সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার কাবুলে রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে মুত্তাকির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আফগান সরকারকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বিকাশের গতি ত্বরান্বিত হবে। এই সম্পর্কে জ্বালানি, পরিবহন, কৃষি এবং আবাসন খাতে বাণিজ্যিক ও অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান দমনে তালেবান সরকারের প্রতি সহায়তা অব্যাহত রাখবে ক্রেমলিন। রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুত্তাকি বলেছেন, তালেবান সরকারের বিষয়ে রাশিয়ার অবস্থান পরিবর্তনের ঘটনা অন্য দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। এর মধ্য দিয়ে ইতিবাচক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং গঠনমূলক যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচিত হলো। ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখল নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য উঠেপড়ে লেগেছিল তালেবান সরকার।