শিশুদের বুকার পুরস্কার ঘোষণা

শিশুদের জন্য নতুন পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন বুকার পুরস্কার কর্তৃপক্ষ। যার নাম 'চিলড্রেনস বুকার প্রাইজ'। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এ পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই নতুন পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ পাউন্ড। যা টাকায় একাশি লাখ সাতান্ন হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা। এই পুরস্কারের অন্যতম দিক হচ্ছে, শিশুরাই বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যতম বিচারক হিসেবে থাকবেন যুক্তরাজ্যের বর্তমান চিলড্রেনস লরিয়েট ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস। এর সঙ্গে শিশু পাঠকরা অংশ নেবে। ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস বলেন, এ পুরস্কার শিশুদের জানাবে তারা গুরুত্বপূর্ণ, তাদের গল্পও বড়দের সমান মূল্যবান। বুকার কর্তৃপক্ষ জানিয়েছে, পুরস্কারটির লক্ষ্য হলো শিশু সাহিত্যকে আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠা করা এবং শিশুদের পাঠাভ্যাস বাড়ানো। দ্য গার্ডিয়ান

ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২

ইরাকের জুবাইর তেলক্ষেত্রে একটি তেল পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা পাইপলাইনের পাশে ওয়েল্ডিং কাজ করছিলেন। আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর দগ্ধ এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, যা ভবিষ্যতে আরও মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে। পাইপলাইনটি জুবাইর ক্ষেত্র থেকে নিকটবর্তী স্টোরেজ ট্যাংক পর্যন্ত ক্রুড তেল পরিবহন করে। তেলক্ষেত্রের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ড তেল উৎপাদন বা সরবরাহে প্রভাব ফেলেনি এবং বর্তমান উৎপাদন ৪,০০,০০০ ব্যারেল প্রতি দিন বজায় রয়েছে। তবে, অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে কিছু লোডিং অপারেশন আংশিকভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফায়ারফাইটাররা আগুন নেভানোর চেষ্টা করছেন। আল আরাবিয়া, রয়টার্স, আল-জাজিরা

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ল্যুভর জাদুঘরের মূল্যবান রত্ন চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লে প্যারিসিয়ান জানিয়েছে, গ্রেপ্তার দুজনই প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট- ডেনিস এলাকার বাসিন্দা। তাদের একজনকে ধরা হয় চার্লস ডি গল বিমানবন্দর থেকে, যখন তিনি বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। গত রবিবার চারজন চোর বিশ্বের অন্যতম জনপ্রিয় এই জাদুঘরে প্রবেশ করে। তারা ওয়েল্ডিং যন্ত্রাংশ ব্যবহার করে দিনদুপুরে ভবনে ঢুকে চুরি করে। ফ্রান্সের বিচারমন্ত্রী পরে জানান, ঘটনাটিতে জাদুঘরের নিরাপত্তায় ঘাটতি ছিল।

চুরির দিন সকাল ৯টা ৩০ মিনিটে জাদুঘরটি খোলা হয়। কিছুক্ষণ পরই চোরচক্রটি প্রবেশ করে। তারা সিন নদীর পাশে একটি যানচালিত সিঁড়ি নিয়ে আসে, যার সাহায্যে অ্যাপোলো গ্যালারিতে ঢোকে। একটি ছবিতে দেখা গেছে—সিঁড়িটি ভবনের প্রথম তলার সঙ্গে লাগানো। দুই চোর গ্রিল কাটার যন্ত্র দিয়ে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা নিরাপত্তারক্ষীদের হুমকি দিয়ে একটি রুম খালি করায় এবং সবাই বেরিয়ে গেলে গ্লাস কেটে মূল্যবান রত্ন নিয়ে পালিয়ে যায়। পরে জানা যায়, তারা যে চারটি রুমে ঢুকেছিল, তার একটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না। ফরাসি পুলিশ জানায়, চোররা সেখানে মাত্র চার মিনিট অবস্থান করে এবং রত্ন চুরি শেষে বাইরে অপেক্ষমাণ দুটি স্কুটারে চড়ে পালিয়ে যায়। ঘটনার পর ফ্রান্সজুড়ে জাদুঘর ও অন্যান্য সাংস্কৃতিক স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইন্টারনেট

বায়ুদূষণ রুখতে দিল্লিতে এবার কৃত্রিম বৃষ্টি

ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ মোকাবিলায় সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় শহরের উত্তর বুরারি এলাকায় এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। ইন্টারনেট

ক্লাউড সিডিং কী এবং কেন এই উদ্যোগ?

ক্লাউড সিডিং হলো আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে। প্রায় ৩ কোটি মানুষের মহানগরী দিল্লি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পায়। প্রতি শীতেই খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে সৃষ্ট তীব্র ধোঁয়াশা আকাশ ঢেকে ফেলে। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েক গুণ ছাড়িয়ে যায়। সম্প্রতি হিন্দুদের উৎসব দীপাবলি উপলক্ষ্যে আতশবাজি ছোড়ার পর দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ইন্টারনেট