উত্তর কোরিয়ায় অবৈধভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত এক চীনা নাগরিককে আট বছরের কারাদ- দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ৪২ বছর বয়সী শেংহুয়া ওয়েন উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে চোরাইপথে এসব সামগ্রী পাঠিয়েছিলেন এবং এর বিনিময়ে পেয়েছিলেন প্রায় ২০ লাখ মার্কিন ডলার।ওয়েন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহরের বাসিন্দা এবং তিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক রয়েছেন। চলতি বছরের জুনে তিনি ‘আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন’ লঙ্ঘন ও ‘বিদেশি সরকারের বেআইনি এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ স্বীকার করেন।বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১২ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন ওয়েন। কিন্তু ২০১৩ সালের ডিসেম্বরে তার ভিসার মেয়াদ শেষ হলেও তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করে যান। যুক্তরাষ্ট্রে আসার আগেই তিনি চীনে উত্তর কোরিয়ার একটি দূতাবাসে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখান থেকেই তাকে অস্ত্র সংগ্রহ ও পাচারের কাজে যুক্ত করা হয়। বিবিসি
এশিয়া
চীনা নাগরিককে ৮ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ায় অবৈধভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের