মেহর নিউজ : ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে নতুন এক নির্দেশনা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের দপ্তর থেকে জারি করা হয়েছে এবং তা জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি), মার্কিন অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতি বর্তমানে কার্যত স্থবির অবস্থায় রয়েছে। মূলত প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে এই নীতির গতি থেমে গেছে। সূত্রটি আরও জানায়, এনএসসি-তে প্রায় ১০০ জনের বেশি কর্মকর্তা ছুটিতে থাকার কারণে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অসংগতি দেখা দিচ্ছে।

প্রশ্ন উঠছে, কেন এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জাতীয় নিরাপত্তা পরিষদ বা অর্থ দপ্তরের পরিবর্তে প্রেস সচিবের দপ্তর থেকে এলো? বিশ্লেষকদের মতে, প্রশাসনের ভেতরে দায়িত্ব ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে এনএসসি এবং ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের মধ্যে কে কোন সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি, এনএসসি-র নিজস্ব যোগাযোগ টিমও কার্যত ভেঙে পড়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে।