জন্মের চেয়েও ১০ লক্ষ বেশি মানুষের মৃত্যু জাপানে
ধারাবাহিকভাবে জাপানে জন্মের তুলনায় বাড়ছে মৃত্যুহার, গত বছরের পরিসংখ্যানে ফের এমন তথ্য উঠে এসেছে। জাপানের সরকারের তথ্য অনুসারে, গত বছর জাপানে যত জন জন্মগ্রহণ করেছে, তার তুলনায় অন্তত ১০ লক্ষ বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৬৮ সালে জনসংখ্যা গণনার কাজ শুরু হওয়ার পর থেকে এটাই বার্ষিক জনসংখ্যা হ্রাসের সর্বোচ্চ হার। এভাবে প্রতিবছর জন্মের তুলনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ভয়াবহ জনসংখ্যা সংকটে পড়েছে জাপান। জাপানের বয়স্ক মানুষের জনসংখ্যাগত এই সংকটকে ‘নীরব জরুরি অবস্থা’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এই সঙ্গে তিনি বিনামূল্যে শিশুর যত্ন এবং আরও কাজের সময় হ্রাস করার মতো পরিবার-বান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তার পরেও জাপানি নারীদের মধ্যে জন্মহার বৃদ্ধি ফিরিয়ে আনার প্রচেষ্টা এখনও পর্যন্ত খুব একটা প্রভাব ফেলেনি। গত বুধবার জাপানেরঅভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রক কর্তৃক প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে, ২০২৪ সালে সেই দেশের নাগরিকের সংখ্যা ৯,০৮,৫৭৪ জন কমেছে। ওই পরিসংখ্যান অনুসারে গত বছর জাপানে জন্মগ্রহণ করেছে ৬ লক্ষ ৮৬ হাজার ৬১ জন। ১৮৯৯ সালের পর থেকে এটিই সর্বনিম্ন জন্মের সংখ্যা। গত বছর সেখানে মারা গেছেন প্রায় ১৬ লক্ষ মানুষ । এটি জনসংখ্যা হ্রাসের টানা ১৬তম বছর। যার ফলে সেই দেশের পেনশন এবং স্বাস্থ্যপরিষেবা ব্যবস্থার উপর চাপ অনুভূত হচ্ছে। সরকারি হিসাবে, চলতি বছরে ১ জানুয়ারির হিসাবে জাপানে বিদেশি নাগরিকের সংখ্যা ৩৬ লক্ষ। তা জাপানের জনসংখ্যার মাত্র ৩ শতাংশ। তবে এটাই এখন পর্যন্ত সেই দেশে সব থেকে বেশি বিদেশি নাগরিক থাকার রেকর্ড বলেও জানানো হয়েছে। বিবিসি
গুণ্ডাকে ছাড় দিলে মাথায় ওঠে
ভারতসহ বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্টের দেওয়া শুল্কের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন নয়া দিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং। গত বৃহস্পতিবার দেওয়া পোস্টে তিনি লিখেছেন, গুণ্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে। ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্যের সঙ্গে পোস্টে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র একটি মন্তব্যও জুড়ে দিয়েছেন তিনি।ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বুধবারের ফোনালাপে করা ওই মন্তব্যে ওয়াং ই বলেছিলেন, অন্য দেশকে দমনে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘ সনদের লঙ্ঘন, ডব্লিউটিওর নিয়মে ভঙ্গ করে, এটি অজনপ্রিয় এবং মোটেই টেকসই নয়।দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্পের দলের সঙ্গে যেসব দেশ প্রথমেই বাণিজ্য চু্ক্িত করে ফেলতে পারবে বলে আশা করা হচ্ছিল, ভারত ছিল তার একটি। কিন্তু ভারত কৃষি ও দুগ্ধ খাত মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি না হওয়ায় ৫ দফার আলোচনাতেও নয়া দিল্লি ও ওয়াশিংটন কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এনডিটিভি, এক্সে
প্রেসিডেন্ট গ্রেফতারে পুরস্কার ঘোষণা
ভেনেজুয়ালান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে সহায়ক তথ্য দেওয়ার জন্য পাঁচ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় লাতিন আমেরিকার প্রেসিডেন্টকে বিশ্বের অন্যতম মাদক পাচারকারী বলে অভিযুক্ত করছে ওয়াশিংটন। মাদক পাচার চক্রের সঙ্গে মাদুরো প্রত্যক্ষভাবে যুক্ত দাবি করে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বনডি বলেছেন, ভেনেজুয়েলান প্রেসিডেন্টের ওপর ইতোমধ্যে ধার্যকৃত আড়াই কোটি ডলার আর্থিক পুরস্কার দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেনেজুয়ালভিত্তিক অপরাধচক্র ত্রেন দে আরাহুয়া এবং মেক্সিকোর প্রতাপশালী অপরাধচক্র সিনলোয়া কার্তেলের সঙ্গে মাদুরোর সংশ্লিষ্টতা রয়েছে। এরমধ্যে ত্রেন দে আরাহুয়াকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।বন্ডি আরও দাবি করেন, সম্প্রতি প্রায় ৩০ টন কোকেনের একটি চালান জব্দ করেছে মার্কিন মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)। এর প্রায় সাত টন সরাসরি মাদুরোর সঙ্গে এবং বাকিটা তার সহকারীদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।মার্কিন সিদ্ধান্তকে রাজনৈতিক প্রপাগান্ডা বলে সমালোচনা করেছেন ভেনেজুয়েলান পররাষ্ট্রমন্ত্রী ইউভান গিল। এপি ,বিবিসি
কেনিয়ায় বাস-ট্রেন সংঘর্ষ ॥ নিহত ৪
কেনিয়ায় বাস ও ট্রেনের সংঘর্ষে চারজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত রেডক্রসের এক কর্মী জানিয়েছেন, (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ধ্বংসস্তূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা গেছে।দুর্ঘটনার শিকার বাসটি ছিল কেনিয়া পাইপলাইন কোম্পানির। নিকটবর্তী নাইভাশা শহরের একটি প্রশিক্ষণকেন্দ্র থেকে বাসে করে সকালের শিফট শেষ করা কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছিল।প্রতিষ্ঠানের বিবৃতিতে বলা হয়, আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাইভাশা শহরের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্স