ট্রাম্পকে অনুরোধ জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার মতো ইউক্রেন যুদ্ধও থামিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত শনিবার এক ফোনালাপে তিনি এই অনুরোধ করেন। জেলেনস্কি বলেন, “যদি একটি যুদ্ধ থামানো যায়, তবে অন্যগুলোও থামানো সম্ভব।” তাদের এই ফোনালাপের একদিন আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালায় রাশিয়া। এতে কিয়েভসহ অন্তত নয়টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে।
কিয়েভের দাবি, আন্তর্জাতিক মনোযোগ গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দিকে থাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন যুদ্ধের শান্তি-প্রচেষ্টা মন্থর হয়ে পড়েছে। গত বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে গত আগস্টে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেও ইউরোপের যুদ্ধ বন্ধে কোনও অগ্রগতি আনতে পারেননি। জেলেনস্কি শনিবার ফেসবুকে লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। তিনি আরও বলেন, যদি একটি অঞ্চলে যুদ্ধ থামানো সম্ভব হয়, তাহলে অন্য অঞ্চলগুলোতেও তা সম্ভব বিশেষ করে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা। একই সঙ্গে, ক্রেমলিনকে আলোচনায় বসতে চাপ দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। সিবিএস নিউজ, মস্কো টাইমস, আল-জাজিরা
মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো
দুর্গাপুরে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। এই প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক উসকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রোববার গ্রেফতার হয়েছেন বলেও জানান তিনি। দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এক প্রশ্নের প্রেক্ষিতে রাত সাড়ে ১২টায় ওই ছাত্রীর ক্যাম্পাসের বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তোলেন। এক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, ‘মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। তাদের স্টুডেন্টদের দেখভাল (টেক কেয়ার) করার।’
মুখ্যমন্ত্রী এ-ও বলেন যে, ‘বিভিন্ন রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে আসেন, তাদেরও আমি অনুরোধ করব, রাত্রিবেলা না-বেরোতে। কারণ, পুলিশ তো জানতে পারে না, কে কখন বেরিয়ে যাচ্ছে। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।’ তবে দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর মেয়েদের এই বাইরে বেরোতে না-দেওয়া সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘রাজ্যের মহিলারা যেখানে নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় সরকারের দিকে তাকিয়ে আছেন, সেখানে মুখ্যমন্ত্রী তাদের ঘরবন্দি থাকতে পরামর্শ দিচ্ছেন যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।’
ভুক্তভোগী তরুণী দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী। গত শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেখানে প্রথমে কয়েকজন যুবক ক্যাম্পাসের বাইরে তাকে হেনস্তা করেন। ইন্টারনেট
মেক্সিকোয় টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৪১ জনের প্রাণহানি
টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোর দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এখনো অন্তত ২৭ জন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে ভেরাক্রুজ রাজ্যের তেলসমৃদ্ধ শহর পোজা রিকায়। শহরের নিম্নাঞ্চলে বসবাসকারী শ্রমজীবী মানুষদের অনেকেই পানির ঢল দেখার আগেই শুনতে পেয়েছিলেন বন্যার আগমনী শব্দ। বিশেষ করে যখন গাড়িগুলো কাজোনেস নদীর তীর থেকে বেরিয়ে আসা পানির স্রোতে ধাক্কা খেয়ে ভেসে যাচ্ছিল। হঠাৎ নদীর পানি বেড়ে গিয়ে ১২ ফুট (৪ মিটার) উঁচু ঢলে রাস্তাঘাট তলিয়ে যায়। শনিবার সকালে পানি নামলেও শহরে রয়ে যায় শুধুই ধ্বংসস্তূপ। রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাড়ি, গাছের মাথায় ঝুলে থাকা যানবাহন, এমনকি একটি পিকআপ ট্রাকের ভেতরে পাওয়া যায় একটি মৃত ঘোড়া- সবই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা প্রকাশ করে। বিপৎসংকেত না থাকায় সময় মতো সতর্কতা পায়নি অনেকে, তবে কিছু বাসিন্দা কয়েক ঘণ্টা আগে পানি আসার আভাস পেয়ে ঘর ছাড়েন। ভূমিধস ও জলাবদ্ধতায় মেক্সিকোজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ৩ লক্ষাধিক ব্যবহারকারীর। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ ফেরেনি এখনো। পোজা রিকার কালো কর্দমাক্ত রাস্তাগুলোয় ভারী যন্ত্রপাতির শব্দে মুখর হয়ে ওঠে রাত নামতেই। বিদ্যুৎ বা সেনাবাহিনীর এপি নিউজ, নিউ ইয়র্ক টাইমস