১৯ মাস পর রাজা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ
বুধবার লন্ডনে ক্লারেন্স হাউসে বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিন্স হ্যারি। চলতি বছরের শুরুর দিকে হ্যারির পুনর্মিলনের আহ্বান জানানোর পর প্রায় ১৯ মাসের দূরত্বের অবসান ঘটিয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাজপরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, ২০২০ সালে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী হ্যারি রাজার সঙ্গে একান্ত চায়ের জন্য দেখা করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর এটি তাদের প্রথম সাক্ষাৎ।রাজা লন্ডনের বাসভবনে ফেরার পরপরই হ্যারিকে কালো গাড়িতে করে প্রবেশ করতে দেখা যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লারেন্স হাউসে প্রবেশের এক ঘণ্টারও কম সময় পর হ্যারির গাড়ি বের হয়ে যায়। পরে তিনি ইনভিক্টাস গেমস ফাউন্ডেশনের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বাকিংহাম প্যালেস এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।সংক্ষিপ্ত এই বৈঠকের মধ্য দিয়ে মাসব্যাপী জল্পনার অবসান ঘটল, বুধবার রাজা স্কটল্যান্ড থেকে লন্ডনে ফেরার পর যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। রাজা গতকাল বৃহস্পতিবার পুনরায় স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে ফিরে যাবেন।গত বছর ক্যান্সারের ঘোষণা দেওয়ার পর হ্যারি দ্রুত যুক্তরাজ্যে ফিরে আসেন। তখনও তাদের দেখা হয় ক্লারেন্স হাউসে, যা ৪৫ মিনিটেরও কম স্থায়ী ছিল। পরদিনই হ্যারি ক্যালিফোর্নিয়ায় ফেরেন।মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি জানান, চলমান একাধিক মামলা ও রাজপরিবারকে নিয়ে তার প্রকাশ্য অভিযোগের কারণে তারা কোনও যোগাযোগ রাখছেন না।তবে তিনি আশা প্রকাশ করেন যে, তাদের পুনর্মিলন হবে। সিংহাসনের উত্তরসূরি বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্ক এখনও শীতল। উইলিয়াম ও হ্যারি দু’জনেই সোমবার উইন্ডসরের ভিন্ন ভিন্ন স্থানে ছিলেন। সেদিন হ্যারি তার দাদী রানি দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে শ্রদ্ধা জানান। রানি ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মারা যান। বিবিসি
ফিনল্যান্ডের কাছে বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বুধবার ন্যাটো মিত্র ফিনল্যান্ডের কাছে ১.০৭ বিলিয়ন ডলারের আধুনিক এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের দীর্ঘ সীমান্ত রয়েছে।মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, “প্রস্তাবিত বিক্রয় ফিনল্যান্ডের বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলার ক্ষমতা উন্নত করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে এর আন্তঃকার্যক্ষমতাকে আরও বৃদ্ধি করবে।”এটি ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য শক্তি হিসেবে কাজ করা ন্যাটো মিত্রের নিরাপত্তা উন্নত করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্যগুলোকেও সমর্থন করবে। পররাষ্ট্র দফতর ফিনল্যান্ডের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় নেটিফিকেশন প্রদান করেছে ।তবে এতে কংগ্রেসের অনুমোদন এখনও বাকি রয়েছে।ফিনল্যান্ড ও সুইডেন বহু দশকের সামরিক নিরপেক্ষতা ত্যাগ করে ২০২২ সালের শুরুতে রাশিয়ার ইউক্রেনে পূর্ণ আক্রমণের পর ন্যাটোতে যোগ দেয়। দ্য ডিফেন্স পোস্ট
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৫ জনের প্রাণহানি
আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে কমপক্ষে ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া আরো ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে পর্যটন দ্বীপ বালি ও পূর্ব নুসা তেংগারা প্রদেশে এই বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। বন্যায় নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।বন্যা-পরবর্তী পরিস্থিতি দ্রুত সামাল দিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সংবাদ সংস্থা আন্তারা জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে এবং যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের ত্রাণ-সামগ্রী পৌঁছে দিতেও প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে এবং ধ্বংসস্তূপ সরাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। টানা বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে বালির নয়টি শহর ও জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি গ্রামগুলোর ওপর কাদামাটি, পাথর ও গাছ ভেসে এসেছে। নদীর পানি বেড়ে অন্তত ১২০টি পাড়া প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ভূমিধসও হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি। তিনি গতকাল বৃহস্পতিবার বলেন, পাঁচ শতাধিক বাসিন্দাকে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত মৌসুমি ভারী বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ায় প্রায়ই বন্যা ও ভূমিধস দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়-বৃষ্টির ধরনও বদলে গেছে। বর্ষাকালের মেয়াদ ও তীব্রতা বেড়েছে, ফলে বাড়তি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও প্রবল ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। চলতি বছরের মার্চে জাভা দ্বীপে বন্যা ও ভূমিধসে তিনজনের প্রাণহানি হয় এবং পাঁচজন নিখোঁজ হন। প্রবল বর্ষণে অন্তত দুই ডজন শহর পানিতে তলিয়ে গিয়েছিল। আল জাজিরা, রয়টার্স।