সামা টিভি : ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের প্যারোলে মুক্তির আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের জীবনের ওপর গুরুতর নিরাপত্তা হুমকি দেখা দিয়েছে। এই আবেদন করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুর। আবেদনে তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করেন এবং প্রতিশোধ নিতে আদিয়ালা জেলে ড্রোন হামলার মতো পদক্ষেপও নিতে পারেন। আবেদনে আরও বলা হয়েছে, ভারত ইতোমধ্যে বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে কারাগারে থাকা অবস্থায় পিটিআই প্রতিষ্ঠাতার জীবন মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদিকে চাপে ফেলেছিলেন এবং তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন। তাই মোদির তরফ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা অমূলক নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দীর্ঘমেয়াদি কারাবাস ইমরান খানের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে এতে উল্লেখ করে বলা হয়, যদি কারাবন্দির স্বাস্থ্য বা নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে তাহলে সংবিধানে ও কারাবিধিতে প্যারোলে মুক্তির বিধান রয়েছে। আবেদনে ইমরান খানের কারাবন্দি অবস্থায় শৃঙ্খলাপূর্ণ আচরণের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিনি কোনো কারাবিধি লঙ্ঘন করেননি। দিন দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। পাঞ্জাব স্বরাষ্ট্র দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আবেদনে সংবিধান, আন্তর্জাতিক আইনি নজির এবং কারাবিধির বিভিন্ন ধারা তুলে ধরে আদালতের কাছে ইমরান খানকে প্যারোলে মুক্তি দেয়ার অনুরোধ জানানো হয়েছে।