পরচুলা ব্যবহারে নিষেধাজ্ঞার একদিন পরই প্রত্যাহার

সেনেগালের বিখ্যাত গ্র্যান্ড থিয়েটার দে ডাকারে পরচুলা এবং ত্বক উজ্জ্বলকারী পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ। মাত্র একদিন পর গতকাল সোমবারই অবশ্য ওই আদেশ প্রত্যাহার করা হয়। তবে, স্বল্পস্থায়ী এই নিষেধাজ্ঞা নিয়ে দেশটির বিভিন্ন মহলে শুরু হওয়া পাল্টাপাল্টি যুক্তি শিগগিরই থামার লক্ষণ দেখা যাচ্ছে না। পশ্চিম আফ্রিকার দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের ইস্যুকৃত এবং বিখ্যাত ওই থিয়েটারের পরিচালক সেরিন ফল গুইয়েইর স্বাক্ষরিত স্মারকটিতে গত সোমবার ওই আদেশ প্রত্যাহার করার ঘোষণা দেওয়া হয়। নিষেধাজ্ঞার কারণে সমালোচকদের বাক্যবাণের প্রতিক্রিয়ায় পরিচালক বলেছেন, তার প্রতিষ্ঠানের মান ধরে রাখা এবং প্যান-আফ্রিকান মূল্যবোধ প্রচারের উদ্দেশ্যেই তারা ওই পদক্ষেপ নিয়েছিল। বিবিসি, দ্য স্টার।

অবশেষে ভারতের মাটি ছাড়ছে আটকা পড়া ব্রিটিশ যুদ্ধবিমান

অবশেষে ভারতের মাটি ছাড়তে যাচ্ছে আটকা পড়া ব্রিটিশ যুদ্ধবিমান। আজ মঙ্গলবার এটি উড়াল দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

এফ-৩৫বি মডেলের বিমানটিকে গতকাল সোমবার হ্যাঙ্গার থেকে বের করা হয়। আজ এটি রওয়ানা করার কথা। গত ১৪ জুন খারাপ আবহাওয়ার কবলে পড়ে কেরালা রাজ্যের থিরুভানানথাপুরাম বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় উচ্চপ্রযুক্তির এই যুদ্ধবিমান। তবে এরপর বাহনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় পাঁচ সপ্তাহ ধরে অত্যাধুনিক একটি যুদ্ধবিমান বিদেশের মাটিতে অবস্থান করা নিয়ে একাধিক মহলে বিভিন্ন রকম আলোচনা শুরু হয়। ব্রিটিশ হাউজ অব কমন্সেও ১১ কোটি মার্কিন ডলার মূল্যমানের বিমানটি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। বিবিসি।

চোরাকারবারিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

ইকুয়েডরের প্রভাবশালী অপরাধী আদোলফো মাচিয়াস ভিয়ামার ওরফে ফিটোকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করেছে দেশটির কর্তৃপক্ষ। জেল থেকে বের করে গত রোববার ফিটোকে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মার্কিন আদালতে গতকাল সোমবার হাজিরা দেয়ার কথা ফিটোর।

সর্বোচ্চ নিরাপত্তার কারাগার থেকে গত বছর পালিয়ে যাওয়ার পর চলতি বছর জুনে তাকে আবার আটক করতে সমর্থ হয় পুলিশ। মাদক ও অস্ত্র চোরাচালানসহ অভিযোগ প্রমাণিত হওয়ায় ফিটোর ভাগ্যে ইতোমধ্যে ৩৪ বছরের কারাদ- জুটেছে। রয়টার্স, বিবিসি।

ড্রোন হামলায় চরম বিশৃঙ্খলা

রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকাল সোমবার চালানো হামলায় বিশেষ করে মস্কো বিমানবন্দরগুলোতে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রুশ গণমাধ্যম জানিয়েছে, হাজার হাজার যাত্রী দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অথবা ফ্লাইট বাতিল বা বিলম্বের কারণে মেঝেতে ঘুমাচ্ছেন।

রাশিয়ার যাত্রী পরিবহনের দিক থেকে সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর শেরেমেতিয়েভোর ভিতরের ভিডিওতে দেখা যায়, যাত্রীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং অনেকে মেঝেতে ঘুমিয়ে পড়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাতারাতি ১১৭টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৩০টি ছিল মস্কো অঞ্চলে। এর আগের দিনও তারা ১৭২টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৩০টি ছিল মস্কো অঞ্চলের। রয়টার্স।

লক্ষ্য চীনকে নজরদারি

সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) এলাকায় চীনের গতিবিধি নজরদারির মধ্যে রাখতে লাদাখে বিমানঘাঁটি তৈরি করছে ভারত। নির্মাণকাজ শেষ হলে এটি হবে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সবচেয়ে উঁচুতে অবস্থিত বিমান ঘাঁটি।

কারণ কুনলুন এবং হিমালয় পার্বত্য অঞ্চলভুক্ত লাদাখের জমিতে ঘাঁটি তৈরি করা হচ্ছে— সমুদ্রপৃষ্ঠ থেকে সেটির উচ্চতা ১৩ হাজার ৭০০ ফুট। এখন পর্যন্ত এত উঁচুতে আর কোনো ঘাঁটি নির্মাণ করেনি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশেষভাবে নকশা করা এই বিমানঘাঁটিতি তৈরি করা হচ্ছে পূর্ব লাদাখের মুধি-নিওমা অঞ্চলে। ২০২১ সালে এই প্রকল্পের অনুমোদন দিয়েছিল ভারত সরকার। প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১৪ কোটি রুপি।

বর্তমানে জোরকদমে এগিয়ে চলছে নির্মাণকাজ। ইতোমধ্যেই ৩ কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে ইতিমধ্যেই নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটির চারপাশে রয়েছে কুনলুন ও হিমালয় পর্বতমালা, তিব্বত, ভারতের জম্মু ও কাশ্মির এবং হিমাচল রাজ্য। ইন্ডিয়া টুডে।

ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

জাপানের ক্ষমতাসীন জোট দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

রোববার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির ইস্যুর কারণে এই নির্বাচন হয়েছে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও এর অংশীদার কোমেইতোর জন্য হতাশাজনক।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘এই কঠিন ফল’আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা।

এর আগে গত বছর দেশটির শক্তিশালী নিন্মকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা হারালো তার জোট। এটি জোট সরকারের প্রভাব কমাবে বলে মনে করা হচ্ছে। দেশটির ২৪৮ সদস্যের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের ৫০টি আসন দরকার ছিলো। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকের রিপোর্ট অনুযায়ী, তারা ৪৭টি টি আসন পেয়েছে। আরও একটি আসনের ফল ঘোষণা বাকি আছে। উচ্চকক্ষের অর্ধেকের মতো আসনে রোববার ভোটগ্রহণ হয়েছে। এর সদস্যরা ছয় বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন। এনএইচকে বিবিসি