রয়টার্স: ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে অপরাধীদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করেছে। জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বিগত এক বছরে সংঘবদ্ধ অপরাধীদের নৃশংসতায় প্রাণ হারিয়েছেন প্রায় হাজার পাঁচেক মানুষ। জাতিসংঘের মানবাধিকার সংস্থার (ওএইচসিএইচআর) পক্ষ থেকে গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়। এতে বলা হয়, গত কয়েক মাসে নৃশংসতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির রাজধানী পোর্ট-আউ-প্রিন্সকে ঘিরে সবচেয়ে বেশি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনটি নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন হাইতিতে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং মানবিক সমন্বয়ক উলরিকা রিচার্ডসন। তিনি বলেন, রাজধানীর বাইরে রাষ্ট্রের শক্তি যেখানে প্রায় অনুপস্থিত, সেখানে প্রতিনিয়তই মারাত্মক আকারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

উত্তর আমেরিকায় অবস্থিত ছবির মতো সুন্দর দ্বীপ দেশটির জনসংখ্যা ১ কোটি ১০ লাখের মতো। অথচ অপরাধীদের নৃশংসতায় এখানে লাখ লাখ মানুষের জীবন ভয়াবহ হয়ে উঠছে। গত বছর অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে অপরাধীদের নৃশংসতায় চার হাজার ৮৬৪ জন মানুষ নিহত হয়েছেন। রাজধানী ও এর আশেপাশেই প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। এই সময়ের মধ্যে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ।

হাইতিতে অপরাধীদের নিয়ন্ত্রণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তাদের তাণ্ডবে স্থানীয় নিরাপত্তা বাহিনীর টিকে থাকাই দায় হয়ে পড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোও তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে। দেশটির অন্যতম চিকিৎসাকেন্দ্র ইউনিভার্সিটি হসপিটাল অব মিরেবালাইজসহ একাধিক স্বাস্থ্যকেন্দ্র তাদের কার্যক্রম সীমিত, এমনকি অনেক ক্ষেত্রে বন্ধ রাখতেও বাধ্য হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাজধানী পোর্ট-আউ-প্রিন্সের আশেপাশে কেবল ২৫ শতাংশ স্বাস্থ্যকেন্দ্র কাজ করছে।