এএফপি, রয়টার্স : ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ বলেও জানান তিনি। গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং গত বৃহস্পতিবার তা সহিংস রূপ নেয়। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এবং গত বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি বর্তমানে একরকম খাদের কিনারে পৌঁছেছে। এ পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লোরদেগান ও আজনা শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া কুহদাশত শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বিক্ষোভের এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো এবং তাদের হত্যা করা ইরানের পুরোনো অভ্যাস। যদি তারা আবারও এমনটি করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো পদক্ষেপ নিতে তৈরি আছি।’

ইরানে অর্থনৈতিক অবস্থার অবনতির প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সহিংস বিক্ষোভে অন্তত তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ইরানের সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ইরানের জাতীয় মুদ্রার দরপতন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রুত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রথমে দোকানদাররা বিক্ষোভ শুরু করেন। পরে তা সাধারণ জনগণের অংশগ্রহণে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে। আধা-সরকারি বার্তা সংস্থা পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলার সময় তিনজন বিক্ষোভকারী নিহত হন এবং আহত হন আরও ১৭ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে বিক্ষোভকারীরা পুলিশ সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফার্স জানিয়েছে, লোরদেগানে নিরাপত্তা বাহিনী এবং তাদের ভাষায় 'সশস্ত্র বিক্ষোভকারীদের' মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর আগে সংস্থাটি জানিয়েছিল যে বেশ কয়েকজন মারা গেছেন। অন্যদিকে মানবাধিকার গোষ্ঠী হেনগাও জানিয়েছে, সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ, মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ইরানে জনঅসন্তোষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

চার গুণ বেশি মাত্রায় ওষুধ সেবন করছেন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর স্বাস্থ্য নিয়ে এক দীর্ঘ সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ‘নিখুঁত’ স্বাস্থ্যের অধিকারী। তবে এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন; যা তাঁর বয়স নিয়ে চলমান উদ্বেগকে আরও উসকে দিয়েছে। ট্রাম্প জানান, তিনি চিকিৎসকের পরামর্শের চেয়ে বেশি মাত্রায় অ্যাসপিরিন গ্রহণ ও হাতের কালশিটে দাগ ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং নিয়মিত শরীরচর্চা করাকে ‘বিরক্তিকর’ মনে হওয়ায় তা এড়িয়ে চলেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন যে গত অক্টোবরে তাঁর আসলে ‘সিটি স্ক্যান’ করা হয়েছিল। অথচ এর আগে তিনি সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে বলেছিলেন, তাঁর বিস্তৃত পরিসরে ‘এমআরআই’ স্ক্যান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে (৭৯ বছর) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ট্রাম্পের শরীরে বার্ধক্যের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। মাঝেমধ্যেই বিভিন্ন সভায় তাঁকে ঘুমিয়ে পড়তে দেখা যায় এবং অনেক সময় তিনি অন্যদের প্রশ্ন শুনতে পান না বলেও অভিযোগ রয়েছে।