DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

এশিয়া

অস্কার পেল ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

অস্কার পেয়েছে ইসরাইলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Printed Edition
p8j

সংগ্রাম ডেস্ক : অস্কার পেয়েছে ইসরাইলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার প্রদান চলছে। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয় অস্কার ঘোষণা। এতে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।

তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। এতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরেছেন।

অস্কার ‘নো আদার ল্যান্ড’র জন্য সর্বশেষ হাই-প্রোফাইল সম্মান। তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছে। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’।

পুরষ্কার গ্রহণ করে আদ্রা বলেন, তথ্যচিত্রটি ‘কয়েক দশক ধরে আমরা যে কঠোর বাস্তবতা সহ্য করে আসছি তা প্রতিফলিত করে। ’

তিনি আরও বলেন, ‘প্রায় দুই মাস আগে, আমি বাবা হয়েছি, এবং আমার মেয়ের কাছে আমার আশা যে তাকে এখনকার মতো জীবনযাপন করতে হবে না — বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে, যা আমার সম্প্রদায় মাসাফের ইয়াত্তা ইসরাইলি দখলদারিত্বের অধীনে যা প্রতিদিন ভোগ করছে। ’

ইসরাইলি সাংবাদিক আব্রাহাম গাজায় যুদ্ধ বন্ধ ও বাকি সকল জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন এবং ইসরাইলি সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের সমালোচনা করেছেন।

আব্রাহাম বলেন, ‘আমরা এই তথ্যচিত্রটি তৈরি করেছি- ফিলিস্তিনি এবং ইসরাইলি। কারণ একসঙ্গে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী। আমরা একে অপরকে দেখতে পাই: গাজা এবং এর জনগণের নৃশংস ধ্বংস অবশ্যই শেষ হতে হবে। গত ৭ অক্টোবর জিম্মি করা ইসরাইলিদের মুক্তি দিতে হবে। ’

অস্কারে সেরা চলচ্চিত্রসহ ৫টি পুরস্কার জিতল যে সিনেমা

স্বাধীন চলচ্চিত্র ‘আনোরা’, যা এক রুশ ধনকুবেরের ছেলের সঙ্গে এক যৌনকর্মীর বিয়ে ও তার করুণ পরিণতির গল্প নিয়ে নির্মিত। এ সিনেমাটিই এবারের অস্কারে বড় সাফল্য অর্জন করেছে। কেবল সেরা চলচ্চিত্র-ই নয়, পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।

মার্কিন স্বতন্ত্র পরিচালক শন বেকার পরিচালিত এই সিনেমাটি যৌনকর্মের বাস্তবতা ও হৃদয়বিদারক দিকগুলো তুলে ধরার পাশাপাশি হাস্যরসের মিশেলে দর্শকদের মন জয় করেছে।

মাত্র ৬ মিলিয়ন বা ৬০ লাখ ডলারে নির্মিত চলচ্চিত্রটিতে বিতর্কিত বিষয়বস্তু থাকা সত্ত্বেও অ্যাকাডেমি পুরস্কারজয়ীদের মন জয় করতে সক্ষম হয়েছে। সিনেমাটি সেরা পরিচালক এবং সেরা মৌলিক চিত্রনাট্যসহ পাঁচটি পুরস্কার জিতেছে।

পুরস্কার নেওয়ার সময় পরিচালক বেকার বলেন, ‘আমি অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাই একটি সত্যিকারের স্বাধীন চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই সিনেমাটি অসাধারণ স্বাধীন শিল্পীদের রক্ত, ঘাম ও পরিশ্রমের ফসল। দীর্ঘজীবী হোক স্বাধীন চলচ্চিত্র!’